জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভাষার মর্যাদা সমুন্নত রাখা ও দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি।

0
0

পিপল্স থিয়েটার এসোসিয়েশন আগামীকাল ১৩ জানুয়ারি ২০১৭, শুক্রবার সকাল ৯ ঘটিকায় সারাদেশে একযোগে পিপল্স থিয়েটার এসোসিয়েশনের অন্তর্ভূক্ত সারাদেশের ২০০টি শিশু সংগঠন এবং ৮০টি যুব সংগঠন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভাষার মর্যাদা সমুন্নত রাখা ও শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি’র আওতায় নিজ এলাকার শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রেক্ষিতে ঢাকা মহানগরের ৫০টি সংগঠনের অন্তত পক্ষে ১০০০ শিশু-কিশোর উপস্থিত থাকবে।

সকাল ৯টা থেকে একযোগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশের পিপল্স থিয়েটার এসোসিয়েশনভুক্ত সংগঠনগুলোর তাদের নিজ এলাকার শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। এরপর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান

উল্লেখ্য, পিপল্স থিয়েটার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা, দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশুবন্ধু লিয়াকত আলী লাকী এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ৬০ সদস্য বিশিষ্ট একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক: জনাব লিয়াকত আলী লাকী, প্রতিষ্ঠাতা, পিপল্স থিয়েটার এসোসিয়েশন
সদস্য :
০১. জনাব সৈয়দ দুলাল
০২. জনাব রাজ্জাক মুরাদ
০৩. জনাব তারেকুজ্জামান তারেক
০৪. জনাব শাহজাহান শাহ
০৫. জনাব শামীম আজাদ
০৬. জনাব নাজিমুদ্দিন জুলিয়াস
০৭. জনাব দীপঙ্কর দাস রতন
০৮. জনাব সানোয়ার আলম খান দুলু
০৯. জনাব ম. নিজাম
১০. জনাব গোবিন্দ বাগচী মৃন্ময়
১১. আনিসুজ্জামান শিপলু
১২. কৃষ্টি হেফাজ
১৩. ইয়াসমীন আলী
১৪. জিয়াউদ্দিন শিপন
১৫. মাসুদ সুমন
১৬. আবু বকর বকশী
১৭. আজিজুর রহমান সুজন
১৮. রুবেল শংকর
১৯. মাহফুজা হিলালী হ্যাপী
২০. জেবন্নেছা সোবহান
২১. হাবীব তাড়াশী।
২২. অনিরুদ্ধ ধর শান্তনু
২৩. পলাশ খন্দকার
২৪. সেলিম রেজা সেন্টু
২৫. জালাল উদ্দিন রুমী
২৬. বাবু লাল চৌধুরী
২৭. মোঃ আব্দুর রহিম
২৮. মোজাফ্ফর হোসেন
২৯. বিধান চন্দ্র রায়
৩০. তাজুল ইসলাম
৩১. প্রিন্স মাহামুদ
৩২. তুহিন খান
৩৩. মীর আশরাফুল হক চঞ্চল
৩৪. আল জাবির
৩৫. হেলাল খান
৩৬. শাহজাহান শোভন
৩৭. হরিপদ সূত্রধর
৩৮. হাসানুজ্জামান জুয়েল
৩৯. ড. সৌরভ সাখাওয়াত
৪০. হুমায়ুন ফরিদ
৪১. আব্দুল্লাহ বিপ্লব
৪২. সমরজিৎ দাস টুটুল
৪৩. নূর হোসেন রানা
৪৪. অজয় দাস তালুকদার
৪৫. গৌতম দাস
৪৬. মনোজ মজুমদার
৪৭. দিলীপ গৌড়
৪৮. আব্দুস সামাদ পলাশ
৪৯. মিনু আনা
৫০. মলয় কুন্ডু
৫১. মনোজ মজুমদার
৫২. খোরশেদুল আলম
৫৩. নিশান সাবের
৫৪. আকতার হোসেন
৫৫. ফজলুল হক
৫৬. শুভাশীষ দত্ত তন্ময়
৫৭. ড. সুনীল বিশ্বাস
৫৮. মাসুদ আলম বাবু
৫৯. স্বদেশ রঞ্জন দাসগুপ্ত
৬০. মোঃ শাহ আলম সরকার রঞ্জু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here