আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে চায় মানবাধিকার কমিশন

0
237

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করার অধিকার চায় জাতীয় মানবাধিকার কমিশন। এ জন্য বিদ্যমান আইনটি সংশোধনের জন্য পরীক্ষা-নিরীক্ষা করছে কমিশন।বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠকে কমিশনের এই তৎপরতার কথা তুলে ধরেন কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

কাজী রিয়াজুল হক প্রথম আলোকে বলেন, বিদ্যমান আইনে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ তদন্তের ক্ষমতা আছে মানবাধিকার কমিশনের। তবে কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে চাইলে সরকারের কাছে প্রতিবেদন চাইতে হয়। মানবাধিকার কমিশন আইনের ১৮ ধারায় এ ধরনের বাধ্যবাধকতা রয়েছে। এভাবে প্রতিবেদন পেতে গিয়ে সময়ক্ষেপণ হয়। তাই এ আইনটি সংশোধনের জন্য এখন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যাতে কমিশন এসব বাহিনীর সদস্যদের বিরুদ্ধে থাকা অভিযোগ তদন্ত করতে পারে।কাজী রিয়াজুল হক বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে আইনের এ বিষয়টি ছাড়া কমিশনের জনবল এবং কার্যালয়-সংক্রান্ত নানা বিষয় নিয়ে কথা হয়েছে। অর্থমন্ত্রী তাঁর কথা শুনেছেন। বর্তমানে সরকারি চাকরিজীবীদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে পারলেও আইনি কাঠামোর কারণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তদন্ত করা সম্ভব হয় না।মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানবাধিকার লঙ্ঘন করলে সরাসরি তদন্তে যেতে পারছি না। সেই জায়গা রিভিজিট করতে হবে।বিষয়টি অর্থমন্ত্রীকে জানানো হয়েছে বলেও জানান মানবাধিকার কমিশন চেয়যারম্যান।অর্থমন্ত্রীর কাছে অর্গানোগ্রাম পরিবর্তন করে জনবল বৃদ্ধি এবং নিজস্ব ভবনের ব্যবস্থা করার দাবি তুলে ধরেন রিয়াজুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here