আফগানিস্তানের কান্দাহারে জোড়া বোমা হামলার ঘটনায় নিহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ৫ কর্মকর্তা রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় কান্দাহারের গর্ভনর ও আমিরাতের রাষ্ট্রদূতও আহত হয়েছেন।এদিকে হামলার ঘটনায় আরব আমিরাতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবারের (১১ জানুয়ারি) জোড়া হামলায় কমপক্ষে ৫০ জন নিহত ও আহত হয়েছেন শতাধিক। পরবর্তীতে হামলার দায় স্বীকার করে তালেবান।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কান্দাহারে গেস্টহাউজে একটি সোফার মধ্যে লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণ ছাড়াও আরেকটি ছিল আত্মঘাতী। যেখানে কান্দাহার পুলিশ প্রধান জেনারেল আবদুল রাজিকসহ জ্যেষ্ঠ পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ছিলেন। হামলায় তারা আহত হয়েছেন।