সরকারি সাহায্য না পেয়ে অবশেষে নিজেরাই নির্মান করলেন দুই কিলোমিটার রাস্তা

0
0

হিলি দীর্ঘ দিন ধরে কতৃপক্ষের কাছে ধর্না ধরে লাভ হয়নি কোন। সরকারি সুযোগ সুবিধা না পেয়ে অবশেষে দিনাজপুরের হাকিমপুর উপজেলার উত্তর জামালপুর গ্রামের মহিলা-পুরুষ-ছাত্র-ছাত্রীরা জোট বেঁধে, জমি আর শ্রম দিয়ে নিজেরাই নির্মান করছেন প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা। আর চলাচলের রাস্তা তৈরী করে সস্থিরতা ফিরিয়ে পেলেন ওই এলাকার আরও ৬ গ্রামের লোক-জনসহ স্কুল, কলেজ গামী শিক্ষাথীরা।ভারত সীমান্ত ঘেষা দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন। উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার দুরের ইউনিয়নটির শেষ প্রান্তের ওই গ্রামটির নাম উত্তর জামালপুর। আর এই গ্রাম সংলগ্ন আরও ৬ টি গ্রামে প্রায় ৭ হাজার লোকের বসবাস। মাত্র ১০ মিনিটের সময়ের দুই কিলোমিটার রাস্তা অভাবে সাত কিলোমিটার রাস্তায় ঘুর পাক খেতে হয় পাকা রাস্তায় উঠতে।

এলাকাবাসীর অভিযোগ উঠেছে ভোট এলে রাস্তাটি নির্মান করে দেয়ার প্রতিশ্র“তি মিলেছে বহুবার চেয়ারম্যান-মেম্বার অন্যান্যদের কাছ থেকে। তাই এলাকাবাসি তাদের কষ্ট লাঘবের জন্য নিজেরাই জমি দিয়ে শ্রম দিয়ে গ্রামের সর্বস্তরের লোকজন মিলে তৈরী করছেন এই রাস্তাটি। বর্ষা মৌসুমে পানিতে মাঠ ভরে গেলে স্কুল বা মাদ্রাসায় যাওয়া বন্ধ হয়ে যায় এ গ্রামের ছাত্র/ছাত্রীদের।। বিপদে পড়তে হয় মুমুর্শ রোগিদেরকে নিয়েও।তবে এ বিষয়ে ওই এলাকার চেয়ারম্যান গোলাম রসুল বাবু বলেন, রাস্তাটি নির্মান হওয়ার পর সংস্কারের জন্য সহযোগিতা করবেন তিনি।এলাকাবাসি তাদের নিজ উদ্দেগে রাস্তাটি নির্মান করে তারা নিজেরাও খুশি। রাস্তাটি নির্মান হওয়ায় যেমন জেলা বা উপজেলা সদরের সাথে যোগাযোগের মাধ্যম সহজ হবে। তেমনি এলাকা বাসির ব্যাবসা বানিজ্য, শিক্ষা, চিকিৎসা সুবিধার মান আরো বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here