গাইবান্ধার সুন্দরগঞ্জে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রশিবিরের এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, সোমবার গভীর রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকদের মধ্যে একজন গাইবান্ধা শহর ছাত্রশিবিরের সভাপতি আব্দ্ল্লুাহ আল মামুন। অন্যজনের নাম পুলিশ জানায়নি। ওসি বলেন, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার শাহবাজ গ্রামে বাড়িতে ঢুকে গুলি করা হয় সাংসদ লিটনকে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।ওই ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।এদিকে লিটন হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত আটজনকে রিমান্ডে পেয়েছে পুলিশ।এদের মধ্যে সুন্দরগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান হাবিব মাসুদ, সুন্দরগঞ্জ উপজেলা পূর্ব অঞ্চলের জামায়াত আমীর সাইফুল ইসলাম ম-লও রয়েছেন।