রাজধনীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যা ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র সমন্বিত তথ্য প্রমাণের ভিত্তিতে দেয়া হবে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সোমবার রাজধানীর ডিএমপির হেড কোয়ার্টাসের ওই হামলা নিহত ২ পুলিশ কর্মকর্তার পরিবারের হাতে অনুদানের চেক তুলে এ কথা বলেন তিনি। বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক-এর সৌজন্যে অর্থ সহায়তার চেক তুলে দেন ডিএমপি কমিশনার।এ সময় কমিশনার বলেন, জঙ্গিদের হামলার সক্ষমতা কমলেও বিচ্ছিন্ন হামলার আশঙ্কা রয়ে গেছে।
আছাদুজ্জামান মিয়া জানান, নির্ভুল তথ্য-প্রমাণ পাওয়ার পরেই হলি আর্টিজান মামলার চার্জশিট দেয়া হবেÑ এ ঘটনায় জড়িতদের কয়েকজন এরইমধ্যে নিহত হয়েছেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিরা এখন কোনঠাসা হয়ে পড়েছে। তাদের বিষ দাঁত ভেঙে দেয়া হয়েছে। তবে বিচ্ছিন্নভাবে জঙ্গিগোষ্ঠী এখনো সক্রিয়।এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, হলি আর্টিজান হামলার সঙ্গে জঙ্গিদের বিস্তৃত নেটওয়ার্ক জড়িত রয়েছেÑ নব্য জেএমবির মাস্টারমাইন্ডদের এখনো গ্রেপ্তার করা যায়নি।এদিকে, মোহাম্মাদপুরে বেড়িবাঁধে বন্দুকযুদ্ধে জঙ্গি নেতা মারজান ও সাদ্দাম নিহত হলেও সেখান থেকে আরো এক জঙ্গি পালিয়ে গেছেন, তাকে এখনো চিহ্নত করা যায়নি বলেও জানান কমিশনার।
প্রসঙ্গত: গত ১ জুলাই শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে পরের দিন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরো ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। ওই দুই পুলিশ কর্মকর্তা হলেন: বনানী থানার ওসি সালাউদ্দিন ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম। ওই ঘটনায় আহত হন কমপক্ষে ৪০ জন।
গুলশান হামলার পর কয়েকটি অভিযানে জঙ্গিনেতাদের শীর্ষ কয়েকজন মারা পড়লেও তাতে সন্তুষ্ট থাকার সুযোগ নেই বলে মনে করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।জঙ্গিদের বিষয়টা হল, যখন তারা কোনো সুযোগ পায়, ক্ষেত্র পায়, পরিবেশ পায়, তখন মাথাচাড়া দিয়ে উঠে। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান, তৎপরতা, ইনটেলিজেন্স কালেকশন অব্যাহত আছে এবং থাকবে। গত রোববার ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন ডিবির এই কর্মকর্তা।এবার একুশের বইমেলাকে ঘিরে কোনো হুমকি আছে কি না- জানতে চাইলে ওই কথা বলেন তিনি।বাতেন আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে হুমকি বলব না। কিন্তু এখানে নিষ্ক্রিয় বসে থাকার কোনো অবকাশ নেই। আমাদের (পুলিশ) অনবরত অনবদ্য কাজ করে যেতে হবে।
২০১৫ সালে বইমেলা চলার সময় কাছেই ঢাকা বিশ্ববিদ্যামলয়ের টিএসসিতে জঙ্গি হামলায় নিহত হন লেখক অভিজিৎ রায়। এরপর বছরজুড়ে বেশ কয়েকজন ব্লগার ও অনলাইন অ্যা্ক্িটভিস্টকে হত্যা করা হয়; হত্যাককান্ডের শিকার হন বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, মুসলিম পীরও। এর ধারাবাহিকতায় গত বছরের জুলাইয়ে গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যাা করে জঙ্গিরা। তারপর শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর টানা অভিযান।পুলিশে সদর দপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত তিন বছরের দেশে মোট ২৩৮ জন জঙ্গি গ্রেপ্তার হয়েছে, এই সময়ে জঙ্গি আক্রমণের ঘটনা ঘটেছে ৫৮টি। ব্লগার ও অনলাইন অ্যা ক্টিভিস্ট হত্যানকান্ডের তদন্তের খবর জানতে চাইলে ডিবি কর্মকর্তা বাতেন বলেন, একটি মামলা ছাড়া বাকি সবগুলো মামলার আসামি ১৬৪ ধারায় জাবনবন্দি দিয়েছে। মামলা ডিটেক্ট হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়নি-তাদের গ্রেপ্তারেও প্রচেষ্টা অব্যাহত আছে। কোন মামলাটির গতি হয়নি- জানতে চাইলে তিনি বলেন, জুলহাস ও তনয় হত্যা মামলাটির আসামি ধরা বাকি আছে। তবে এদের (আসামি) নাম-ধাম পেয়েছি।২০১৬ সালের এপ্রিল মাসে ঢাকার কলাবাগানের লেক সার্কাসে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয় ইউএসএআইডির কর্মসূচি কমকর্তা জুলহাজ মান্নান এবং তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়কে। তারা দুজনেই ছিলেন সমকামী অধিকার কর্মী।জুলহাস ও তনয় হত্যাকান্ডে কতজন জড়িত- জানতে চাইলে ডিবি কর্মকর্তা বাতেন সরাসরি উত্তর এড়িয়ে বলেন, আপনাদের আগেও বলেছি, (জঙ্গিদের) স্লিপার সেলে চার থেকে পাঁচজনের বেশি থাকে না।তাদের কমান্ড বিভিন্ন লেভেলে ভাগ করে থাকে। অপারেশন লেভেলে সাধারণত তিন থেকে চারজন থাকে। তবে সর্বোচ্চ পাঁচজনের বেশি থাকে না।