গাজীপুরে পুলিশ-সন্ত্রাসী বন্দুক যুদ্ধ, নিহত-১

0
0

গাজীপুরে সোমবার গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে সন্ত্রাসী বুদু মনির ওরফে বুদু চোরা (৩০) নিহত হয়েছে। এসময় তার সহযোগী আনোয়ার হোসেনকে (২৮) আটক করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের ওসি আমির হোসেন ও এএসআই মো. সাকলাইন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে। নিহত মনির বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের টিনশেড কলোনীতে থাকতো। তার বাবা সিরাজ উদ্দিন বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের প্রাক্তন শ্রমিক। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।

গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন জানান, গাজীপুর সিটিকর্পোরেশনের নলজানি এলাকার বিটিসিএল (টিএন্ডটি) ক্যাম্পাসের সেগুন বাগানে সোমবার ভোর রাতে মনির ও তার ৪/৫ জন সহযোগী অস্ত্র নিয়ে অবস্থান করে অপরাধমুলক কাজের প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশ পাল্টা গুলি চালায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মনির ও আনোয়ারকে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়। ঘটনার সময় সন্ত্রাসীদের গুলিতে ডিবি পুলিশের ওসি আমির হোসেন ও এএসআই মো. সাকলাইন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে গুলি, পিস্তল ও চাপাতি উদ্ধার করে। আহত মনিরকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মনিরের বিরুদ্ধে নাশকতা, হত্যা, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে জয়দেবপুর থানায় ১৫-১৬টি মামলা রয়েছে। সে তালিকাভুক্ত সন্ত্রাসী।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here