কূটনীতিকের শুল্ক ফাঁকির বিলাসী গাড়ি জব্দ

0
0

শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণায় আমদানি করা উত্তর কোরিয়ার বহিষ্কৃত এক কূটনীতিকের বিলাসী গাড়ি জব্দ করা হয়েছে।সোমবার শুল্ক গোয়েন্দারা আইসিডি কমলাপুর বন্দর থেকে গাড়িটি জব্দ করেন।শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে, জব্দ করা গাড়িটি ২০১৫ সালের রুপালি রঙের রোলস রয়েস গোস্ট মডেলের। এটি বিএমডব্লিউ এক্স ৫ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। ৬৬০০ সিসির এই গাড়ি অত্যন্ত বিলাসবহুল। গাড়িটি উত্তর কোরিয়ার বহিষ্কৃত কূটনীতিক মি হ্যান সন ইকের নামে আসে। তিনি ঢাকায় উত্তর কোরিয়ার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। সিগারেট চোরাচালানের দায়ে তাঁকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়।

সিগারেট চোরাচালানের দায়ে গত বছরের আগস্ট মাসে উত্তর কোরিয়ার কূটনীতিক হ্যান সন ইকে’কে বাংলাদেশ থেকে বহিস্কার করা হয়।সোমবার শুল্ক-গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা বাংলাদেশ থেকে বহিস্কৃত এই কূটনীতিকের আমদানি করা বিলাসবহুল রোলস-রয়েস গাড়ি শুল্ক ফাঁকির অভিযোগে জব্দ করে। দীর্ঘদিন নজরদারিতে রাখার পর গাড়িটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড.মইনুল খান জানান, দীর্ঘদিন নজরদারিতে রাখার পর কমলাপুর আইসিডিতে আনা কন্টেইনার খুলে সিলভার কালারের ৬৬০০ সিসির এই গাড়িটি আমরা জব্দ করেছি।তিনি জানান,ঢাকাস্থ উত্তর কোরিয়া দূতাবাসের সাবেক প্রথম সচিব হ্যান সন ইক বি এম ডব্লিউ এক্স-৫ ঘোষণা দিয়ে ৬৬০০ সিসির সিলভার কালারের ঘোস্ট মডেলের বিলাসবহুল এই গাড়িটি আমদানি করে। দীর্ঘদিন কন্টেইনারটি নজরদারিতে রাখা হয়। গাড়িটির বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এটি আমদানির ক্ষেত্রে প্রায় ২২ কোটি টাকা শুল্ককর ফাঁকি দেয়া হয় বলে ড.মইনুল জানান।এর আগে উত্তর কোরিয়ান দূতাবাসের এই ফার্স্ট সেক্রেটারিকে ২৭ কেজি সোনা চোরাচালানের সময় হাতেনাতে ধরা হয়। উত্তর কোরিয়ার দূতাবাসের নামে আসা একটি কন্টেইনার পরীক্ষা করে প্রয়ি সাড়ে তিন কোটি টাকা সমমূল্যের ইলেক্ট্রনিক সামগ্রী ও বিদেশি সিগারেটসহ অবৈধ পণ্য পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here