ইসলামী ব্যাংকের পর কমার্স ব্যাংকেও রদবদল: অর্থমন্ত্রী

0
0

ইসলামী ব্যাংকের পর এবার বাংলাদেশ কমার্স ব্যাংকেও রদবদল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সোমবার দুপুরে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে সিলেটের চা-বাগান শ্রমিকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান।অর্থমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের মতো কমার্স ব্যাংকেও রদবদল করা হবে। শিগগিরই তা বাস্তবায়ন হবে। এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করেননি।

২০১৬ সালের ১১ জানুয়ারি থেকে সরকারের সাবেক সচিব আরাস্তু খান বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন। গত বৃহস্পতিবার আরাস্তু খান পদত্যাগ করেন এবং নতুন পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকে যোগ দেন। ওই দিন নতুন পরিচালক হিসেবে পর্ষদ সভায় যোগ দিয়েই ব্যাংকটির চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে চেয়ারম্যান হিসেবে নতুন কাউকে এখনো নিয়োগ দেওয়া হয়নি।

প্রতিষ্ঠার পর থেকে জামায়াত-নিয়ন্ত্রিত হিসেবে পরিচিত ইসলামী ব্যাংকের নেতৃত্বে বড় পরিবর্তন আসার পেছনে বিদেশি অংশীদারদের আগ্রহই মূল কারণ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।তিনি বলেন, ইসলামী উন্নয়ন ব্যাংক তাদের হাতে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার এক সময় ছেড়ে দেওয়ার কথা ভেবেছিল। কিন্তু মালিকানায় পরিবর্তন আসায় তারা থাকার সিদ্ধান্ত নিয়েছে।তাদের প্রেশারেই অনেক কিছু হয়েছে, যে সব পরিবর্তন হয়েছে।মালিকানা, পরিচালনা ও ব্যবস্থাপনায় কয়েক ধাপে পরিবর্তন আনার মধ্যে গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৪০তম সভায় বড় পরিবর্তন আনা হয়। চেয়ারম্যানের দায়িত্বে আনা হয়েছে সাবেক সচিব আরাস্তু খানকে। আর ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যানের পদ পেয়েছেন আরেক সাবেক সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম। জামায়াতঘনিষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ইবনে সিনা ট্রাস্টের প্রতিনিধি হিসেবে এতদিন ইসলামী ব্যাংকের এ দুটি পদে ছিলেন মুস্তাফা আনোয়ার। তিনি পরিচালক পদও ছেড়ে দিয়েছেন।

এমডি মোহাম্মদ আবদুল মান্নান স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর ডিএমডি মাহবুবুল আলমকে নতুন ভারপ্রাপ্ত এমডি করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে আজিজুল হকের জায়গায় অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজকে দায়িত্ব দিয়েছে ব্যাংক পর্ষদ। ভাইস চেয়ারম্যানের অন্য পদে ইউসুফ আবদুল্লাহ আল-রাজিই আছেন।ইসলামী ব্যাংকের এই পরিবর্তনের বিষয়ে এক সাংবাদিক অর্থমন্ত্রীল দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আই কান্ট গিভ ইউ কমেন্ট ইয়েটৃ..। আই হ্যাভ টু ওয়াচ অ্যান্ড আই হ্যাভ টু টক টু নিউ ম্যানেজমেন্ট। আই উইল টক টু দেম শর্টলি। ইট লুকস গুড ইউ সিৃ আমার কাছে মনে হয়ৃ।

বড় পরিবর্তনের ফলে ব্যাংকের কার্যক্রমে বড় কোনো প্রভাব পড়বে কি-না, এমন প্রশ্নে মুহিত বলেন, “না নাৃ। ইসলামী ব্যাংক এখন, এই মুহূর্তে ব্যবসার দিক দিয়ে দেশের এক নম্বর ব্যাংক। এই কৃতিত্ব ইসলামী ব্যাংকের, তারা পেরেছে। তবে তাদের (ব্যাপারে) প্রশ্ন আগে থেকেও কিছু কিছু ছিল যে, তাদের লাভের টাকা কোথায় যায়। হাউ ইট ইজ ইউজড- এটা নিয়ে প্রশ্ন টশ্ন ছিল।মুহিত জানান, ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট প্রায় দুই বছর আগে ওই বিষয়টি তার নজরে আনেন।তারপর থেকেই এটা নজরদারির আওতায় আছে। বিদেশি পার্টনারতো একটা চেইঞ্জ হয়েছে। অরিজিনাল পার্টনার ইজ নো লঙ্গার দেয়ার। দিস হ্যাজ বিন টেইকেন ওভার বাই অ্যা নিউ পার্টনার। দুপুরে অর্থমন্ত্রী তিন দিনের সফরে সিলেট আসেন। দুপুর সাড়ে ১২টায় তিনি বেসরকারি একটি বিমানে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যান লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে। সেখানে চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন একটি সরকারি উচ্চবিদ্যালয় চালু হওয়ায় চা-শ্রমিকদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে অর্থমন্ত্রী জেলার উন্নয়ন সভায় যোগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here