মার্কেটেই ব্যবসা করতে চান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

0
351

গুলশানের ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুনে সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা ওই মার্কেটেই নতুন করে ব্যবসা শুরু করতে চান। এজন্য তারা দ্রুত নতুন ভবন তৈরি করতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন।আমরা এখানেই থাকতে চাই। ব্যবসা করতে চাই। আমাদের তো সব শেষ। কিছুই নাই। এখন চোখের পানিও শুকিয়ে গেছে। কাঁদতেও পারছি না। কথাগুলো বলছিলেন মাসুদ নামের ব্যবসায়ী। বুধবার রাজধানীর গুলশান কাঁচাবাজার মার্কেট মালিক সমিতির সমাবেশে তিনি এসব কথা বলেন। তাঁর মতো ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ দোকান মালিক এ সমাবেশে হাজির হয়েছেন।

সোমবার গভীর রাতে ওই অগ্নিকান্ডে পুড়ে গেছে মার্কেটের কয়েকশ দোকান। রাত থেকে মঙ্গলবার প্রায় সারাদিনের চেষ্টায় ফায়ার সার্ভিস ২২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।তবে বুধবারও মার্কেটের কাঁচাবাজার অংশের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উঠতে গেছে। বাতাসে ছিল পোড়া গন্ধ। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও সেখানে পানি ছিটিয়ে যাচ্ছেন।এরই মধ্যে ধ্বংসস্তূপ হাতড়ে বেড়াচ্ছেন অনেক ব্যবসায়ী- আশা যদি বেঁচে যাওয়া কিছু পাওয়া যায়।দ্বিতল এই বিপণী বিতানে কাঁচা ও পাকা মার্কেট মিলিয়ে দোকান আছে ছয়শর মত। নিচতলায় বড় একটি অংশে রয়েছে আসবাবপত্রের দোকান। বেশ কিছু খাবারের দোকানও রয়েছে। দোতলায় রয়েছে আমদানি করা খাদ্যপণ্য, প্রসাধনী, পোশাক, প্লাস্টিক পণ্য ও গয়নার দোকান।মার্কেটের নিচতলায় গ্যাস সিলিন্ডার মেরামতের কয়েকটি দোকান আছে। নিচতলায় পূর্ব অংশে কাঁচাবাজার।

মঙ্গলবার রাত ২টায় আগুন লাগার পর ভোর সোয়া ৪টার দিকে মার্কেটের পেছনের একটি অংশ ধসে পড়ে। কাছাকাছি সময়ে ধসে পড়ে সামনের একটি অংশও।বুধবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। সকাল থেকে মার্কেটের সামনে জড়ো হয়েছেন দোকান মালিকরা। অনেকেই বেঁচে যাওয়া মালামাল সরিয়ে নিচ্ছেন।আগের মতোই ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগাটা পরিকল্পিত। তারা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল জানান, আগুন লাগার আগের রাতে মাত্র এক হাজার টাকা নিয়ে বাসায় গেছেন।

পাঁচ লাখ টাকা ক্যাশে রেখে গিয়েছিলাম। আগুনে সব শেষ। আমরা নিঃস্ব হয়ে গেছি। আমরা আবার উঠে দাঁড়াতে চাই। এজন্য অতি তাড়াতাড়ি আমাদের মার্কেটের ভবনটা তৈরি করে দিতে প্রধানমন্ত্রীর সহায়তা চাই। আমরা আর্থিক সাহায্য চাই না। আমাদের দোকানটা দ্রুত তুলে দিলে ব্যবসা করে খেতে চাই।নিজের দোকান পুড়ে গেছে। আরেক বড় ভাইয়ের দোকানের মালামাল সরানোর কাজে সাহায্য করছিলেন তরুণ ব্যবসায়ী সুবর্ণা ভ্যারাইটিজের মালিক মো. ফয়জুর রহমান।

তিনি বলেন, আমার ৩ নম্বর দোকানটা ছিল কাঁচা মার্কেটের একেবারে সাথে। শীতের জন্য মাত্র কয়েকদিন আগে ৬০ লাখ টাকার মাল তুলেছি। সব শেষ। রাতে দোকানে যাওয়ার চেষ্টা করেছিলাম। পারি নাই। সকালে আগুন নিভলে দেখি সব পুড়ে ছাই।

মার্কেটের পশ্চিম অংশে আগুন না লাগলেও ধোঁয়া আর আগুনের প্রচ- তাপে অনেক দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা। জেমস ফ্রেইজার নামে একজন জানান, আগুনের তাপে তার খেলনা ও ঘর সাজানোর মালামাল নষ্ট হয়েছে।বাচ্চাদের খেলনা প্লাস্টিকের তৈরি। গরমে অনেক খেলনা গলে গেছে। এছাড়া অনেক ইলেকট্রনিক ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে মালামাল সরানোর সময় অনেক কিছু চুরি গেছে।একদিকে ফায়ার সার্ভিসকর্মীরা পানিয়ে ছিটাচ্ছেন, এরই মধ্যে ধ্বংসস্তূপে চাপা পড়া মালামাল সরানোর চেষ্টা করছিলেন কবির ট্রেডওয়েজ নামে একটি প্রসাধনী দোকানের মালিক জাফর সালেহ। আগুনে পোড়া থেকে মালামাল বাঁচলেও চাপা পড়ে সব ধ্বংস হয়ে গেছে। এসব তো আর কোনো কাজে আসবে না। ভেতরে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। দেখি সেগুলো পাই কিনা, বলেন এই ব্যবসায়ী।

অগ্নিকান্ডের ঘটনা তদন্তে গঠিত কমিটির ফায়ার সার্ভিসের পরিচালক প্রধান লে. কর্নেল মোশাররফ হোসেন সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।তিনি বলেন, সবদিক মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে। এটা নিছক অগ্নিকান্ড, নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে।আমরা দোকান মালিকদের অভিযোগ উড়িয়ে দিচ্ছি না। পুড়ে যাওয়া দোকানগুলো থেকে আলামত সংগ্রহ করছি। সেগুলো পরীক্ষা করে দেখা হবে, কি কারণে অগ্নিকান্ড হলো।দুপুর দুইটায় ঘটনাস্থলে আসেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর। আগুনে পুড়ে যাওয়া মার্কেট ঘুরে দেখেন তিনি।পরে সাংবাদিকদের তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সহায়তা দেওয়া হবে।সরকার, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়, সিটি করপোরেশনসহ সবাই আপনাদের পাশে আছি, ব্যবসায়ীদের বলেন তিনি।ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের জন্য তার মালিকানাধীন ফার্মার্স ব্যাংক সহজ শর্তে ঋণ দেবে বলেও জানান মহীউদ্দীন খান আলমগীর।

গত সোমবার দিবাগত রাত আড়াইটায় রাজধানীর গুলশান ১ নম্বরের ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেট আগুন লাগে। এতে মার্কেটের কাঁচাবাজার অংশটি ধসে পড়ে। আর পুড়ে যায় পাকা মার্কেটের অনেক দোকান। এখনো মার্কেটের বিভিন্ন জায়গা থেকে ধোয়ার বের হচ্ছে। ফায়ার সার্ভিস তা নেভাতে কাজ করে যাচ্ছে।এ ঘটনায় দুপুরে মার্কেটের প্রবেশ পথে আলাদা আলাদাভাবে সমাবেশ করছেন কাচা মার্কেট মালিক সমিতি ও পাকা মার্কেট দোকান মালিক সমিতি। সমাবেশ থেকে এ ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও ক্ষতিগ্রস্তদের দোকান বরাদ্দ দিয়ে এরপর নির্মাণকাজ শুরুর আহ্বান জানানো হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের গাফিলতির অভিযোগ তোলেন তাঁরা। তাঁদের দাবি, ২২ বা ২৩টি ইউনিটের কথা বলা হলেও আসলেই এসেছিল কি না, গোয়েন্দা সংস্থা দিয়ে তা তদন্ত করতে হবে।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, খোলা জায়গাসহ ডিএনসিসি মার্কেটটির আয়তন প্রায় ১ লাখ ৮০০ বর্গফুট। পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত মার্কেটটির পাশাপাশি দুটি ভবন রয়েছে। পশ্চিম দিকের দোতলা ভবনটি পাকা মার্কেট নামে পরিচিত। এটির নিচতলায় ফার্নিচার এবং দ্বিতীয় তলায় পোশাক, জুতা ও খেলাধুলার পণ্য বিক্রির খুচরা ও পাইকারি বাজার। পূর্বাংশে ‘কাঁচা ও সুপার মার্কেট’ নামের ভবনটি চারতলা। এর নিচতলায় কাঁচাবাজারের দোকান ও ওপরের তলাগুলোতে প্রসাধন ও খাদ্যপণ্যের পাইকারি দোকান। ধসে পড়া এই ভবনে ৪০০টি দোকান ছিল।ধসে পড়া মার্কেটের যেখান থেকেই ধোয়া বের হচ্ছে সেখানেই পানি ছিটাচ্ছে ফায়ার সার্ভিস। ছবি: সাবিনা ইয়াসমিনকাঁচা মার্কেটের নিচতলায় লাবিব করপোরেশন নামের এক দোকানি ইয়াসির আরাফাত। তিনি বলেন, তিন মাস আগে ১৩ লাখ টাকা দিয়ে এখানে তাঁর বড় ভাই দোকান নেন। দোকান চালাচ্ছিলেন তিনি। এখানে বিদেশ থেকে আনা, বিশেষ করে মালয়েশিয়া থেকে আনা কোমল পানীয়, সস, কাজু বাদামসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ছিল। যার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ ছাড়া বিভিন্ন ক্রেতাদের কাছে তারা ২০ লাখ টাকা পাবেন। সেসব হিসাব নিকেশেরও কাগজও দোকানে ছিল। মার্কেট ধসে পড়ায় তাঁরা দোকানে যেতে পারছেন না। ইয়াসির বলেন, ‘উচ্চ শিক্ষার জন্য তিন মাস পর আমার রাশিয়া যাওয়ার কথা। এই দোকানের আয়-রোজগার দিয়ে যাব ভেবেছিলাম। এখন যাওয়া তো দূরের কথা, টেকা দায়! আমাদের প্রথম চাওয়া হলো, এখানে আমাদের আগের মতো দোকান বুঝিয়ে দেওয়া হোক।দুপুরের দিকে মার্কেট ঘুরে দেখা যায়, পুড়ে যাওয়া বিভিন্ন দোকান থেকে কু-লী পাকিয়ে ধোয়া বের হচ্ছে। বাতাস বাড়লে ধোয়ার মাত্রাও বেড়ে যাচ্ছে।এদিকে পাকা মার্কেট দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ বলেছেন, যেহেতু তাদের ভবনটি ধসে পড়েনি, তাই সে জায়গাটিকে মেরামত করে ব্যবসা করার সুযোগ দিতে উত্তর সিটি করপোরেশনের প্রতি দাবি জানান তারা।

সমিতির কোষাধ্যক্ষ আখতারুজ্জামান বলেন, আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা চালিয় যাচ্ছি। আমাদের একটাই দাবি, আমরা এখানে ব্যবসা করতে চাই। মার্কেট চালুর উদ্যোগ এবং মেরামতের আর্থিক বিষয়ে তিনি বলেন, সে দায়িত্ব সিটি করপোরেশনকে নিতে হবে। কারণ এটি সরকারের একটি প্রতিষ্ঠান।এখনো মার্কেটের অনেক দোকান থেকে মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে। যেখান থেকে ধোঁয়া বের হচ্ছে, ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পানি ছিটাচ্ছেন।

দোতলায় সিঁড়ি থেকে কিছুটা ঢুকলেই ধোঁয়ার কুন্ডলী। এরই মধ্যে অনেক দোকানি দোকানের শাটার খুলে পরিচ্ছন্নতার কাজ করছেন। সেখানে পুড়ে যাওয়া জিনিসপত্র থেকে ধোয়া বের হচ্ছে।ভিআইপি জুয়েলারির মালিক শাহ আলম তাঁর দোকানের সামনে প্রথম আলো বলেন, এখানে আমার তিন কোটি টাকার গয়না ছিল। বিভিন্ন ক্রেতাকে ডেলিভারি দেওয়া কথা। এখন বিয়ের মৌসুম। আমার পণ্য সামগ্রী সব পুড়ে গেছেই, এখন আমরা ডেলেভারিও দিতে পারছি না।রজনীগন্ধা স্টোর নামের সাইকেলের দোকান মালিক আখতার। তিনি জানান, তাঁর দোকানে বিভিন্ন ধরনের ১৩ লাখ টাকার সাইকেল ছিল। এখন স্কুলে চাপ কম থাকায় অনেক অভিভাবক সন্তানদের সাইকেল কিনে দিচ্ছিলেন। বেচাকেনা ভালো ছিল। কিন্তু বছরের শুরুতেই আগুনের ঘটনায় সব শেষ হয়ে গেল।বিভিন্ন দোকানির ভাষ্য, আগুনে তাদের ট্রেড লাইসেন্স, দোকানের বরাদ্দপত্র, কিছু ক্যাশ টাকা, ক্রেতাদের কাছে বাকিতে পণ্য বিক্রির কাগজপত্র সব পুড়ে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর এমরান হোসেন বলেন, পানি ছিটানোর কারণে পুড়ে যাওয়া মালামাল স্তূপ আকারে জমাট বেঁধে গেছে। তাই অনেক জায়গায় পানি ঢুকছে না। যেসব জায়গা থেকে ধোয়া বের হচ্ছে। তা নেভাতে পানি দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here