থার্টি ফাস্ট নাইট উদযাপন ও নতুন ইংরেজি বছরকে স্বাগত জানাতে পর্যটক পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মংলার দর্শনীয় স্থানসহ সুন্দরবনের আকর্ষনীয় বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো। ইতিমধ্যে বন্দর শহর ও শিল্প এলাকার হোটেল-মোটেলগুলো লোকজনে পরিপূর্ণ হয়ে গেছে। এছাড়া ট্যুরিস্ট লঞ্চ, জালিবোট ও ট্রলারসহ বিভিন্ন নৌযানে অনেক দেশী-বিদেশী পর্যটক শনিবার দুপুর থেকে সুন্দরবনে প্রবেশ করতে শুরু করে।
থার্টি ফাস্ট নাইট ও নতুন বছরকে বরণ করতে সুন্দরবনের করমজল, হাড়বাড়িয়া, হিরণপয়েন্ট, কটকা, কচিখালী ও দুবলার চরে উৎসব কাটাতে নৌ বিহারে শতশত পর্যটক বনের এ সকল স্পটে ছুটে যাচ্ছে। একসাথে অনেক পর্যটকের ভিড় বাড়ায় রীতিমত হিমশিম খেতে হচ্ছে পর্যটন ব্যবসায়ী ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের। সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে বিগত কয়েকদিনের তুলনায় পর্যটকদের আনাগোনা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের নিরাপত্তা ও গাইডের জন্য বন বিভাগের সদস্যরা নিরলসভাবে কাজ করে চলেছে। মংলার পর্যটন ব্যবসায়ী দি সাউদার্ন ট্যুরস এর মালিক মো: মিজানুর রহমান বলেন, সুন্দরবনের অভ্যন্তরে থার্টি ফাস্ট নাইট উদযাপন ও নতুন বছরকে বরণের জন্য ইতিমধ্যে তার নিজস্ব ২টি লঞ্চ দেশী-বিদেশী পর্যটক নিয়ে ৩১ ডিসেম্বর দুপুরে সুন্দরবনে প্রবেশ করেছে।
তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি ভাল থাকায় আনন্দ উপভোগে বিপুলসংখ্যক পর্যটক ছুটে আসছে সুন্দরবনে। মংলা থানার সেকেন্ড অফিসার মনজুর এলাহী বলেন, সুন্দরবনে থার্টি ফাস্ট নাইট উদযাপনে আসা পর্যটকদের বাড়তি নিরাপত্তায় কাজ করছে পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড সদস্যরা। মংলার পিকনিক কর্ণার, ফেরিঘাট এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া জয়মনি নৌপুলিশ ফাড়ির সদস্যরা নৌপথে টহল বৃদ্ধি করেছে। সুন্দরবন ও মংলা সমুদ্র বন্দরে আসা পর্যটকদের নিরাপত্তায় হোটেল-মোটেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।