থার্টি ফার্স্টে ৫টার মধ্যেই সমুদ্র সৈকত ছাড়ার নির্দেশ

0
0

দিনের সফলতা-ব্যর্থতা পিছনে ফেলে সুন্দর আগামীর আহবানে ৩১ ডিসেম্বর রাতে পালন করা হয় থার্টি ফাস্ট নাইট বা বর্ষবরণ উৎসব। ইংরেজী বর্ষের শেষ দিন উদযাপনকে সামনে রেখে দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে কক্সবাজার সমুদ্র সৈকতে সন্ধ্যার পর কোনও অনুষ্ঠান না করার নির্দেশ দিয়ে ওই দিন বিকাল ৫টার টার মধ্যে পতেঙ্গা ও পারকি সমুদ্র সৈকত এলাকা ছাড়তে বলেছে পুলিশ।শুক্রবার চট্টগ্রাম নগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে থার্টি ফাস্ট উদযাপন নিয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়ার সময় এসব কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর ফয়েস লেক, ডিসি হিল, আগ্রাবাদ ও কাজীর দেউড়ি শিশু পার্কসহ বিভিন্ন বিনোদনমূলক স্থানে আয়োজিত অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে বলা হয়েছে। সন্ধ্যা ৬টার পর মহানগরীর উন্মুক্তস্থানে অনুমতি ছাড়া কোন ধরণের সমাবেশ শোভাযাত্রা করা যাবে না। ৩১ তারিখ সন্ধ্যা ৬টার পর থেকে শহরের সকল বার বন্ধ থাকবে বলেও উল্লেখ করা হয়। শনিবার রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও আগ্নেয়াস্ত্র বহনের উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়।এছাড়া সন্ধ্যা ৭টার পর বিমানবন্দর-পতেঙ্গা সড়কে বিমানযাত্রী বহনকারী ছাড়া কোন ধরনের যান চলাচলের উপরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।উল্লেখ্য, থার্টি ফার্স্ট নাইট উদযাপনকে কেন্দ্র করে প্রতিবছরই জমজমাট হয়ে উঠে পর্যটন শহর কক্সবাজার। বছরের শেষ সূর্যাস্ত দেখতে সৈকতে বাঁধভাঙা উচ্ছ্বাস থাকে পর্যটকদের। লোকে লোকারণ্য হয়ে উঠে শহরের রাস্তাঘাট, অলি-গলি। আগে থেকেই পর্যটকদের স্বাগত জানাতে হোটেল-মোটেল-কটেজগুলো সাজানো হয় নতুন রূপে। অভিজাত হোটেল-মোটেল, বেসরকারি টিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজন করে ব্যাপক অনুষ্ঠানমালার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here