একুশে বইমেলায় থাকছে নিষিদ্ধ শ্রাবণ প্রকাশনী

0
218

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় শ্রাবণ প্রকাশনীর অংশগ্রহণ দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত ‘শর্ত’ সাপেক্ষে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বিকেলে বাংলা একাডেমির নির্বাহী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

এর আগে গত সোমবার একাডেমির সিদ্ধান্তের বিরোধিতা করায় ‘বৃহত্তর স্বার্থে’ প্রকাশনীটিকে নিষিদ্ধ করা হয়েছে বলে বইমেলা কমিটির সচিব জানিয়েছিলেন। ওই দিন বাংলা একাডেমি বইমেলা কমিটির সচিব জালাল আহমেদ প্রথম আলোকে বলেন, গত ১০ নভেম্বর বাংলা একাডেমির কাউন্সিল সভায় শ্রাবণ প্রকাশনীকে বইমেলায় দুই বছরের জন্য নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বইমেলায় বাংলা একাডেমি পরিস্থিতি বিবেচনা করে ইসলাম বিতর্ক নামে একটি বই নিষিদ্ধ করেছিল। একাডেমির সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসান। এটি অমর একুশে বইমেলার নীতিমালা ও স্বার্থের পরিপন্থী। আর এ জন্য বৃহত্তর স্বার্থে বাংলা একাডেমির বইমেলায় শ্রাবণ প্রকাশনীকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি বইমেলা চলাকালে ইসলাম বিতর্ক বই প্রকাশের জন্য তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ওই বইয়ের লেখক-প্রকাশকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here