আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ হলেও বন্ধ হয়নি অবৈধ সংযোগ

0
0

আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ হলেও অবৈধ সংযোগ বন্ধ হচ্ছে না। বিভিন্ন এলাকার গ্রাহকরা অভিযোগ করেছেন, কোম্পানিগুলোর আঞ্চলিক অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের যোগসাজশেই আবাসিকে অবৈধ সংযোগ দেয়া চলছেই।দীর্ঘদিন গ্যাস-সংযোগ বন্ধ থাকায় দুর্নীতির যে ডালপালা বিস্তৃত হয়েছে, তা থেকে মুক্তি মিলছে না। পুরোনো দুর্নীতির কারণে বা তা ঢাকতে নতুন করে দুর্নীতির ঘটনা ঘটেই চলেছে। এসব কারণে দুর্নীতির পথ যাঁরা বেছে নেননি, এমন সব গ্রাহক ভোগান্তি ও অন্যায় আচরণের শিকার হচ্ছেন।

সরকার সম্প্রতি আবাসিক গ্রাহকদের নতুন করে গ্যাস-সংযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। সে অনুযায়ী নতুন গ্যাস-সংযোগ দেওয়া শুরু হতেই আবার দুর্নীতি শুরু হয়েছে। গ্যাস-সংযোগ পাওয়ার জন্য পুরোনো আবেদন যেমন রয়েছে, আবার নতুন আবেদনও করা হচ্ছে। এই পরিস্থিতিতে নতুন আবেদন করেও অনেকে সংযোগ পাচ্ছেন, আবার পুরোনো আবেদনকারীদের অপেক্ষার যেন শেষ হচ্ছে না। আবার দেখা যাচ্ছে, যাঁরা দুর্নীতি করে অবৈধভাবে সংযোগ নিয়েছিলেন, তাঁরাই নতুন দুর্নীতির মাধ্যমে তাঁদের সংযোগ বৈধ করে নিচ্ছেন।গ্যাস-সংযোগ বন্ধ থাকা অবস্থায় যাঁরা অবৈধভাবে সংযোগ নিয়েছেন, তাঁরা দুর্নীতি ও শাস্তিযোগ্য অপরাধ করেছেন। গ্যাস বিতরণ কোম্পানি তিতাসের লোকজনের সহায়তা ছাড়া এ কাজ করা সম্ভব হয়নি। ফলে অবৈধ সংযোগগুলো বৈধ করে এখন অতীতের দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আর অবৈধ সংযোগ বৈধ না হওয়া পর্যন্ত এই অবৈধ গ্রাহকদের গ্যাস ব্যবহার করতেও সমস্যা হচ্ছে না। যাঁরা শাস্তিযোগ্য অপরাধ করেছেন, দেখা যাচ্ছে গ্যাস ব্যবহার ও সংযোগ পাওয়ার ক্ষেত্রে তাঁরাই এখন সুবিধাজনক অবস্থায় রয়েছেন

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সবচেয়ে বড় গ্যাস বিতরণকারী কোম্পানি তিতাসে অবৈধ গ্যাস সংযোগের সংখ্যাও বেশি। ঢাকা ও এর আশপাশের ১৪ জেলার কয়েক হাজার কিলোমিটার অবৈধ গ্যাস পাইপলাইন রয়েছে। এগুলো উচ্ছেদে ২০১৪ সাল থেকে কাজ শুরু করে একটি টাস্কফোর্স। নভেম্বর পর্যন্ত এ টাস্কফোর্স ৮২০ কিলোমিটার অবৈধ পাইপলাইন উচ্ছেদ করেছে। ২০১৩ সালে তিতাসের হিসাবেই এর আওতাধীন এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় সাড়ে চার লাখ। তিতাসের এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় ঠিকাদাররা এসব সংযোগ দিয়ে বিলও আদায় করে। শুধু তিতাসই নয়, অন্য বিতরণ কোম্পানিগুলোর এলাকায়ও অবৈধভাবে গ্যাস ব্যবহার বা সরাসরি চুরির অভিযোগ রয়েছে। ফলে দেখা যায়, বিতরণ কোম্পানিগুলো পেট্রোবাংলার কাছ থেকে যে পরিমাণ গ্যাস কিনছে মাস বা বছর শেষে তার চেয়ে বেশি পরিমাণ গ্যাস বিক্রির বিল তাদের হিসাবে জমা হচ্ছে।অবৈধ গ্যাস সংযোগ দেয়ার বিষয়ে টঙ্গীর তিতাসে একজন গ্রাহক হাবিবুল্লাহ জানান, শুক্রবার তার বাড়ির কাছে রাস্তা কেটে একটি অবৈধ সংযোগ পাইপ স্থাপন করা হয়েছে। তার বাড়ির কাছের একটি বিতরণ পাইপ থেকেই ওই অবৈধ সংযোগ নেয়া হয়েছে। তিতাস গ্যাসের স্থানীয় কর্মকর্তাদের কাছে তিনি এ বিষয়ে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

তিতাসের অধীন অনেক গ্রাহকের অভিযোগ, অনেক সময় তিতাস গ্যাস কোম্পানির লোকজন অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আসে। কিন্তু পুরোপুরি কাজ না শেষ করেই চলে যায়। অনেক সময় অবৈধভাবে পাইপ বসানো হয়েছে ১০টা। ৫টা পাইপ উঠিয়েই চলে যায় তারা। এরপর যা হওয়ার তাই হয়। আবারো পাইপ বসিয়ে অবৈধ সংযোগ নেয়ার কাজ শুরু হয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে তিতাসের একাধিক কর্মকর্তা বলেন, তিতাস নিয়মিত অভিযান চালায়। তবে জনবল সংকট ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা না পাওয়ায় সব সময় এটা সুষ্ঠুভাবে করা সম্ভব হয় না। ভবিষ্যতে লোকবল বাড়িয়ে অভিযান জোরদার করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।অবৈধ গ্যাস সংযোগের বিষয়ে তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মীর মশিউর রহমান বলেন, অবৈধ সংযোগ উচ্ছেদে নিয়মিত অভিযান চলছে। এরপরও বেশ কিছু স্থানে নতুন অবৈধ সংযোগ দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এ অবৈধ সংযোগ বন্ধের ব্যাপারে আন্তরিক না হলে এটি শতভাগ বন্ধ করা যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here