পাবনা জেলা পরিষদ নির্বাচনে ভরাডুবীর পর ভূমিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলুর কণ্যা মাহ্জেবীন শিরিন পিয়া তার স্বামী ও ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে “মুনাফিক” আখ্যায়িত করে সন্ধায় তার নিজের ফেসবুক ষ্ট্যাটাস পোষ্ট করেছেন। সেখানে তিনি ঈশ্বরদীর মানুষের কাছে তার স্বামীর বিচার চাওয়ার পাশাপাশি নির্বাচনে কারচুপি ও প্রশাসনিক হস্তক্ষেপে ফলাফল পক্ষে নেওয়া হয়েছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দিকে অভিযোগ তোলেন।
আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল ৬৬১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামিল হোসেন পেয়েছেন ৩০৮ ভোট। তৃতীয়তম প্রতিদ্বন্দ্বি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির মেয়ে জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া তিনি পেয়েছেন ১২৭ ভোট।এই নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে চরম ভরাডুবীর পর পাবনার সর্বত্র ভূমিমন্ত্রী ও তার পরিবারে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মন্ত্রীকণ্যার ফেসবুক পোষ্টের পর সেই আলোচনা এক প্রকার টক অব দ্যা টাউনে রুপ নেয়।
মাহজেবিন শিরিন পিয়ার ফেসবুক ষ্ট্যাটাসটি হুবহু সংযুক্ত করা হলো নিউজের সাথে।