জেএসসির রেজাল্টে হাতীবান্ধা এসএস উচ্চ বিদ্যালয়ের ১ম স্থান অর্জন

0
0

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার জেএসসি পরীক্ষার ফলাফলে হাতীবান্ধা এসএস মডেল উচ্চ বিদ্যালয় দ্বিতীয় বারের মত ১০০ জন A+ ও শতভাগ পাশ করে লালমনিরহাট জেলায় প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জন করেন লালমনিরহাটের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় আর তৃতীয় স্থানে রয়েছেন লালমনিরহাট ক্যান্ড পাবলিক উচ্চ বিদ্যালয়।

লালমনিরহাট শিক্ষা অফিস সুত্রে জানা যায়, হাতীবান্ধা এসএস মডেল উচ্চ বিদ্যালয়ের মোয় ২১৪ জন পরীক্ষার্থীর সকলেই পাশ করেন। এদের মধ্যে ১০০জন A+, ১০৫জন A গ্রেড এবং ৯জন A- পেয়ে জেলার প্রথম স্থান অর্জন করেন।
লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ২১৮ জন শিক্ষার্থীর মধ্যে ৬৯ জন A+ সহ শতভাগ পাশ করে জেলার দ্বিতীয় স্থান অর্জন করেন এবং লালমনিরহাট ক্যান্ড পাবলিক উচ্চ বিদ্যালয় ৬১ জন A+ সহ শতভাগ পাশ করে জেলার তৃতীয় স্থান অর্জন করেন। অপরদিকে বড়খাতা উচ্চ বিদ্যালয় ২১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬ জন A+, ১১৩ জন A গ্রেড পেয়েও মাত্র ৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারনে তৃতীয় স্থান অর্জন থেকে বাদ পরেন।

আজ ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টায় দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান তার কার্যালয়ে ২০১৬ সালের জেএসসি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন। এতে গড় পাশের হার ৯২.৯৯ ভাগ।

২০১৬ সালের জেএসসি পরীক্ষায় ২ লাখ ১৬ হাজার ৭২১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১ হাজার ৫২৫ জন। এদের মধ্যে ছাত্র ৯৭ হাজার ১৪৪ জন ও ছাত্রী ১ লাখ ৪ হাজার ৩৮১ জন।
গড় পাশের হার ৯২.৯৯ ভাগ। ছাত্রদের পাশের হার ৯২.৫৪ ভাগ ও ছাত্রীদের পাশের হার ৯৩.৪১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৮৯ জন। ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।

জেএসসি পরীক্ষায় শতভাগ পাশকৃত বিদ্যালয়ের সংখ্যা ৮৯৯টি, কেউই পাশ করেনি এমন (শূন্য ফলাফল প্রাপ্ত) বিদ্যালয়ের সংখ্যা ৬টি। মোট কেন্দ্র সংখ্যা ২৫০টি ও অংশগ্রহনকারী বিদ্যালয়ের সংখ্যা ৩ হাজার ১শত ৯৪ টি।

ফলাফল প্রকাশ করে দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান বলেন, বিগত বছরের তুলনায় এবার ফলাফল কিছুটা ভাল হয়েছে। এবার পাশের হার সামান্য বেড়েছে ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা এ বছর বেড়েছে । গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১৯ হাজার ১৪৩ জন এবং এবার জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৮৯ জন। বোর্ডের নিবির তত্বাবধানে ও অভিভাবকদের আন্তরিকতার কারণে এবারে ফলাফল ভাল হয়েছে বলে তিনি জানান মোট পরীক্ষার্থী ২,১৬,৭২১ উত্তীর্ণ হয়েছে ২,১,৬২৫, জিপিএ-৫ পেয়েছে ২৭,০৮৯ জন ফলাফল প্রকাশের সময় দিনাজপুর শিক্ষাবোর্ডের উপ-সচিব ড. আব্দুর রাজ্জাক, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হারুন অর রশিদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সহকারী সচিব ইব্রাহীম আজাদ, কলেজ পরিদর্শক ফারাজ উদ্দীন তালুকদার ,বিদ্যালয পরিদর্শক রবীন্দ্রনাথ ভট্টাচার্য সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here