শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন।

0
250

শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন।বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার তাল গাছ প্রতীক নিয়ে ৫০৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দী প্রার্থী জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক রকিবুল হাসান পিয়াল আনারস প্রতিক নিয়ে পেয়েছেন মাত্র ৮৫ভোট।

বিকেল সাড়ে ৪টায় বেসরকারীভাবে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জিনাত আরা তার সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে মোঃ নুরুজ্জামান মিয়া, ২নং ওয়ার্ডে মোঃ হাসান ইমাম চৌধুরী, ৩নং ওয়ার্ডে মোঃ আলাউদ্দিন শেখ, ৪নং ওয়ার্ডে মোঃ নাজমুল হাসান মিন্টু, ৫নং ওয়ার্ডে মোঃ রাশেদুল হক, ৬নং ওয়ার্ডে নুর মোহাম্মদ ভূইয়া, ৭নং ওয়ার্ডে মির্জা ফরিদুজ্জামান, ৮নং ওয়ার্ডে আব্দুস সাত্তার খান, ৯নং ওয়ার্ডে মোঃ আব্দুল হান্নান, ১৪নং ওয়ার্ডে মোঃ শাহজাহান আলী ও ১৫নং ওয়ার্ডে মোঃ হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে মোছাঃ নুরজাহান বেগম, ২নং ওয়ার্ডে মিসেস শাহানা বেগম ও ৩নং ওয়ার্ডে মোছাঃ কহিনুর বেগম নির্বাচিত হয়েছেন। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জিনাত আরা জানান, নির্বাচনে ৫৯৮জন ভোটারের মধ্যে ৫৯০জন ভোটার তাদের ভোট দেন। নির্বাচনকে ঘিরে কোথাও কোনো অপ্রিতীকর ঘটনা ঘটেনি। উল্লেখ্য, এ নির্বাচনে সাধারণ সদস্য পদে ১০, ১১, ১২ ও ১৩নং ওয়ার্ডে ৪জন প্রার্থী এবং সংরক্ষিত সদস্য পদে ৪ ও ৫নং ওয়ার্ডের দুইজন প্রার্থী আগেই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here