লক্ষ্মীপুরে ভোট কক্ষে প্রকাশ্যে ব্যালটে সিল মারা: সাংবাদিক প্রবেশে বাধা

0
370

দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রথমবারের মতো লক্ষ্মীপুরে জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহণ সম্পর্ন হয়েছে। বুধবার সকাল ৯ টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ দুপুর ২ টায় শেষ হয়। চেয়াম্যান পদে আ’লীগ সমর্থিত প্রার্থী মো. শামছুল ইসলাম (আনারস প্রতীক) ৫৪৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম আলা উদ্দিন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ২০৪ ভোট।

এছাড়া জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে পদে নির্বাচিত হলেন যারা, সংরক্ষিত(১) সামসেদ আক্তার সংরক্ষিত(২) তাহমিনা আক্তার, সংরক্ষিত (৩) ফরিদা ইয়াসমীন লিকা, সংরক্ষিত (৪) পারভীন আক্তার সালমা, সংরক্ষিত (৫) মোছাম্মদ রোপেনা আক্তার।সাধারণ সদস্য পদে নির্বাচিত হলেন যারা, ১ নংওয়ার্ড জাফর উল্লাহ ভূঁইয়া, ২ নং ওয়ার্ড সৈকত মাহমুদ, ৩ নং ওয়ার্ড মো. তাফাজ্জল হোসেন, ৪ নং ওয়ার্ড মো: মনজুর হোসেন, ৫নং ওয়ার্ড এবি এম ইয়াহিয়া বিন জাকারিয়া, ৬নং ওয়ার্ড মো: আরিফ হোসেন, ৭ নং ওয়ার্ড মো: বদরুল আলম শ্যামল, ৮ নং ওয়ার্ড মো: বেলায়েত হোসেন, ৯ নং ওয়ার্ড মো: মাহবুবুল হক, ১০ নং ওয়ার্ড আফজাল হোসেন হাওলাদার, ১১ নং ওয়ার্ড মো: আলমগীর হোসেন, ১২ নং ওয়ার্ড মো: গিয়াস উদ্দিন, ১৩ নং ওয়ার্ড, মো: মোশারেফ হোসেন, ১৪ নং ওয়ার্ড মুহাম্মদ আমজাদ হোসেন, ১৫ নং ওয়ার্ড মোজাহিদুল ইসলাম।

এদিকে সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর সদরের আলীয়া মাদ্রাসা (৯ নং ওয়ার্ড) ভোট কেন্দ্রে স্থানীয় গণমাধ্যম কর্মীদের ভোট কক্ষে প্রবেশ করতে দেননি সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এ বিষয়ে ক্যামরার সামনে কথা বলতে রাজি হননি প্রিজাইডিং অফিসার ডা: মো. হাবিবুর রহমান ও ওই কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।একই সময় ওই কেন্দ্রে লক্ষ্মীপুর পৌর সভার মেয় আবু তাহেরের নেতৃত্বে পৌর কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে হাজির হন। এসময় আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. শামছুল ইসলাম (আনারস প্রতীক) ওই কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের সুষ্ঠ ভোট অনুষ্ঠান হচ্ছে। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম আলা উদ্দিন (ঘোড়া প্রতীক) তিনি বলেন সুষ্ঠ ভোট অনুষ্ঠান হচ্ছে এ ধারা অব্যাহত থাকলে ফলাফল মেনে নিবেন তিনি।

বেলা ১০টার দিকে ১নং উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রামগঞ্জ উপজেলার গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যান উচ্ছ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. শামছুল ইসলাম (আনারস প্রতীকে) প্রকাশ্যে সিল মারতে দেখা গেছে। এ নির্বাচনে ১৫ ওয়ার্ডের জন্য নির্ধারিত ১৫ টি কেন্দ্রে ৮২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিলেন। তাছাড়া নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করেন র‌্যাব ও বিজিবি সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here