পাবনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ৬৬১ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামিল হোসেন পেয়েছেন ৩০৮ ভোট। তৃতীয়তম প্রতিদ্বন্দ্বি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির মেয়ে জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন প্রিয়া। তিনি পেয়েছেন ১২৭ ভোট। পাবনায় ১৫ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ১শ’৫। এরমধ্যে ১ হাজার ৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী থাকলেও নির্বাচনের ২ দিন আগে নির্বাচন থেকে সড়ে দাঁড়ান সাবেক জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু। এদিকে চেয়ারম্যান পদে রেজাউল রহিম লাল নির্বাচিত হওয়ার পরপরই জেলা আওয়ামীলীগ অফিস থেকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মিরা আনন্দ মিছিল বের করে একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ প্রকাশ করে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নব-নির্বাচিত চেয়ারম্যান রেজাউল রহিম লালকে ফুলেল শুভেচ্ছা জানান।
কামাল সিদ্দিকী, পাবনা। ২৮.১২.১৬