প্রয়াত সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক এর ৮২তম জয়ন্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন

0
0

‘ফুলের গন্ধের মতো থেকে যাব তোমার রুমালে’ বাংলা সাহিত্যে সৃজনের প্রধান পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুরের সুগোগ্য অনুসারী ছিলেন আমাদের দেশের ক্ষণজন্মা লেখক সৈয়দ শামসুল হক। তিনি বাংলা সাহিত্য ভুবনকে পল্লবিত করেছেন নানা বর্ণে ও গন্ধে। উনি অনন্তের যাত্রী হয়েছেন তাঁর পার্থিব জীবনের আশি বছর পুর্ণ করে। আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি যে, সৈয়দ হক অশেষ হয়ে থাকবেন আমাদের সাহিত্য সৃজনের আকাশপটে। আর তাই আমরা উদ্যাপন করছি বাংলা সাহিত্যের এই মহান ¯্রষ্টার ৮২তম জয়ন্তী। প্রয়াত সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হকের ৮২তম জয়ন্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আজ ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করেছে নানা অনুষ্ঠানমালা।

অনুষ্ঠান আয়োজনে ছিল অনুষ্ঠানের শুরুতেই প্রতিকৃতিতে আলোক প্রজ্বলন ও পুস্পস্তবক অর্পন এর সাথে বেজে উঠে শিল্পী মনিরুজ্জামান এর বাঁশির সুর এর পরে নাট্যজন আতাউর রহমানের সঞ্চালনায় সূচনা বক্তব্য প্রদান করেন নাট্যজন রামেন্দু মজুমদার। সৈয়দ শামসুল হক সৃজনের যাদুকর: নাট্য নির্দেশকের নিবেদন আলোচনা করেন নাট্যজন আতাউর রহমান, আবৃত্তিকার হাসান আরিফ ও গোলাম সারোয়ার আবৃত্তি করেন সৈয়দ শামসুল হকের নতুন কবিতা, চলচ্চিত্রে সৈয়দ শামসুল হক: বড় ভালো লোক ছিলো আলোচনা করেন বিশিষ্ট চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, ‘জাদুবাস্তবতার পথিকৃৎ সৈয়দ শামসুল হক’ আলোচনা করেন কথা সাহিত্যিক আনিসুল হক, আবৃত্তি করেন শিল্পী আহকামউল্লাহ, চিরজীবিত বিশ্ববাঙালি আলোচনা করেন কবি মুহম্মদ নূরুল হুদা, সৈয়দ হকের নতুন ২টি বই প্রকাশনা বিষয়ে আলোচনা করেন অন্যপ্রকাশ এর সত্তাধিকারী মাজহারুল ইসলাম, বই দুটি হলো নতুন কবিতার বই: ‘কর্কটবৃক্ষের শব্দসবুজ শাখায়’ প্রকাশক: পাঞ্জেরী পাবলিকেশন্স লি: এবং নতুন অনুবাদ নাটকের বই: শেক্সপিয়রের হ্যামলেট, প্রকাশ: অন্যপ্রকাশ, আলোচনা করেন সৈয়দ শামসুল হক এর সহধর্মিনী আনোয়ার সৈয়দ হক, প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যামিরেটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং সভাপতির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। আলোচনা ও অন্যান্য পর্ব শেষে শুরু হয় বিভিন্ন সংগঠন ও ব্যক্তি কর্তৃক প্রতিকৃতিতে পুস্পস্তবক প্রদান করে থিয়েটার, নাগরিক নাট্য সম্প্রদায়, প্রাচ্যনাট, থিয়েটার আর্ট ইউনিট, পালাকার, উদীচী, নাগরিক নাট্যাঙ্গন অনসম্বল, মাহাকাল নাট্য সম্প্রদায়, অবয়ব নাট্যদল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, নাট্যতীর্থ, নগনাট্য বাংলাদেশ যাত্রাশিল্পী উন্নয়ন পরিষদ, কর্মচারী ইউনিয়ন-বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আর্ট ফাল্গুন, কন্ঠশীলন, স্বপ্নদল, চন্দ্রকলা, দনিয়া সাংস্কৃতিক জোট, ইউনিভার্সেল থিয়েটার, দৃষ্টিপাত নাট্যদল, নাট্যধারা, সংস্কার নাট্যদল, মতিঝিল থিয়েটারসহ প্রায় শতাধিত ব্যক্তি ও সংগঠন। নাট্য সংগঠন থিয়েটার এর পরিবেশনায় নাটকের অংশ পাঠ- পায়ের আওয়াজ পাওয়া যায় এবং নাগরিক নাট্যসম্প্রদায় এর পরিবেশনায় নাটকের অংশ পাঠ- ঈর্ষা, সৈয়দ শামসুল হকের লেখা জনপ্রিয় সংগীত নিয়ে সংগীত পরিবেশন করেন শিল্পী এন্ডুকিশোর, সৈয়দ শামসুল হককে নিবেদন করে পূজা সেনগুপ্ত এর ভাবনা ও নৃত্য পরিচালনায় বিশেষ কোরিওগ্রাফি ‘ট্রিবিউট টু দ্য প্লেরাইট: সৈয়দ হক’ পরিবেশন করে তুরঙ্গমী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here