জঙ্গিদের আত্মঘাতী চরম উদ্বেগজনক :স্বামীর চাপেই নারীরা জঙ্গিবাদে

0
168

জঙ্গিদের আত্মঘাতী প্রবণতা হওয়ার প্রবষতাকে উদ্বেগজনক বলছেন আইনশৃঙ্খলাবাহিনী। তাদেও মতে, আইনশৃঙ্খলাবাহিনী বাহিনীর জঙ্গি বিরোধী শক্ত অবস্থান ও ধারাবাহিক অভিযানে তাদের নিয়ন্ত্রণ করা গেলেও আত্মঘাতি প্রবণতা রোধ করা কঠিন। বিশ্লেষকরা বলছেন,শুধু আইন প্রয়োগের মাধ্যমে এটি রোধ করা করা সম্ভব নয়। চলতি বছরে বাংলাদেশে সম্ভবত সবচেয়ে আলোচিত বিষয় ছিল জঙ্গিবাদ। কয়েক বছরের বিচ্ছিন্ন কিছু হামলার পর এবছরই বাংলাদেশে চালানো হয় বাংলাদেশে এযাবতকালের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা- গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টে।সন্ত্রাসী হামলা নিয়ে ভীতি এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতা সারাবছরই গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার মূল বিষয়বস্তু হিসেবে বারবার উঠে এসেছে।

এদিকে, নারীরা স্বামীর চাপেই জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ- ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।আটক নারী জঙ্গিরা সবাই জঙ্গিবাদকে ঘৃণা করেÑশুধু সংসার বাঁচানোর জন্যই তারা এতে যোগদেনÑজানান মনিরুল।আশকোনায় যে নারী জঙ্গি আত্মঘাতী হয়েছে সে মূলত হতাশা থেকে এই পথ বেছে নিয়েছিল বলে আমরা ধারণা করছি। কারণ তার স্বামী মারা যাওয়ার পর জঙ্গি সুমনের সঙ্গে তার বিয়ে হয়, সুমনও কিছুদিন আগে গ্রেপ্তারের পর কারাগারে রয়েছে, এখন তার আর কোনো আশ্রয় থাকবে না বলেই সে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেয়Ñ বলে ধারনা করা হচ্ছে জানান তিনি।

তিনি বলেন, এর আগে আজিমপুর থেকে গ্রেপ্তার হওয়া নারীরা তাদের জবানবন্দিতে স্বামীর দ্বারা প্রভাবিত হয়ে জঙ্গিবাদে যুক্ত হয়েছে বলে স্বীকার করেছে।তিনি আরো বলেন, মুসাই নব্য জেএমবির হাল ধরেছে, তাকে গ্রেপ্তার করতে পারলেই জানা যাবে অস্ত্র গ্রেনেড ও টাকা কোথার থেকে এসেছে।আত্মসমর্পণকারীদের জিজ্ঞাসাবাদে কিছু ভাসা ভাসা তথ্য পাওয়া গেছে এবং কয়েকজন জঙ্গির সাংগঠনিক নাম পাওয়া গেছে। যারা এ বাসায় আসা যাওয়া করতো। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ বাসায় চারটি পরিবারের সদস্য থাকতো। যেহেতু মুসা বাড়িটি ভাড়া নিয়েছিল সে সূত্রে এটি মুসারই বাসা। মুসা সাংগঠনিক কাজে নানান জায়গায় ঘুরে বেড়াতো। মাঝেমধ্যে এ বাসায় আসতো। এটি অফিস কাম বাসা হিসেবে ব্যবহৃত হতো। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছেÑজানান তিনি।

দুপুরে গণমাধ্যমের সঙ্গে অশকোনার অভিযান ও নারী জঙ্গি নিয়ে কথা বলেন সিটির প্রধান মনিরুল ইসলাম। এসময় তিনি বলেন, বিভিন্ন অভিযানে এ পর্যন্ত যেসব নারী জঙ্গি গ্রেপ্তার হয়েছে তারা সবাই জঙ্গিবাদে স্বামীর কারনেই এসেছেন।আশকোনায় নারী জঙ্গির এমন আত্মঘাতী ঘটনাটি বেশ চিন্তার বিষয়Ñএ কথা উল্লেখ তিনি বলেন, হতাশার কারণেই আশকোনায় নারী জঙ্গি গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে।এক প্রশ্নের জাবাবে তিন বলেন, ওই বাসায় এতো টাকা, অস্ত্র, গ্রেনেড কোথার থেকে আসলো তা খুঁজে বের করার চেষ্টা চলছেÑ যারা রিমান্ডে আছে তাদের কাছ মুসার বিষয়ে কিছু তথ্য থাকতেও পারে।গত শুক্রবার মধ্যরাত থেকে আশকোনায় জঙ্গিবিরোধী অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। দুই দিনব্যাপী এ অভিযানে নারীসহ দুই জঙ্গি নিহত হয়। দুই বাচ্চা নিয়ে দুই নারী জঙ্গি অত্মসমর্পন করে। আর আহত অবস্থায় হাসপাতালে রয়েছে এক জঙ্গির কন্যা শিশু।পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, নব্য জেএমবির যে কয়জন নারী সদস্য এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন বা আত্মসমর্পণ করেছে, তারা সবাই স্বামীর চাপে বা সামাজিক কারণে ওই পথে গেছেন বলে ধারণা পেয়েছে পুলিশ।

আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের মধ্যে সন্তান নিয়ে দুই নারী জঙ্গির আত্মসমর্পণ এবং গ্রেনেড ফাটিয়ে এক নারীর আত্মাহুতির ঘটনার তিন দিন পর বুধবার সাংবাদিকদের এ তথ্য দেন মুনিররুল।তিনি বলেন,নব্য জেএমবিতে এমন কোনো নারী নেই যিনি নিজের ইচ্ছায় জঙ্গিবাদে জড়িয়েছেন। বিভিন্ন সময়ে গ্রেপ্তার, আত্মসমর্পণ করে রিমান্ডে থাকা নারীদের কাছে পাওয়া প্রাথমিক তথ্য এবং বিভিন্ন অভিযানে পাওয়া আলামত থেকে জানা গেছে সামাজিক কারণে, আত্মীয় স্বজনদের বিরাজভাজন হওয়ার ভয়ে এবং স্বামীদের চাপে তারা জঙ্গিবাদে যুক্ত হয়েছেন।জুলাইয়ের শুরুতে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক অভিযানের মধ্যে চলতি বছর জুলাই মাসে টাঙ্গাইলের কালিহাতীতে জেএমবির তিন নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়, যাদের স্বামীরাও জঙ্গি কর্মকা-ে জড়িত বলে সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ওই মাসেই সিরাজগঞ্জ শহরে জেএমবির সন্দেহভাজন চার নারী সদস্যকে আটক করে পুলিশ; তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হাতবোমা, বোমা তৈরির সরঞ্জাম ও উগ্র মতবাদের বই।এরপর অগাস্টে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেএমবির চার নারী সদস্যকে র‌্যাব গ্রেপ্তার করেছে, যারা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলের ছাত্রী। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই চারজন তহবিল ও কর্মী সংগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন।গত ৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম বড়ইতলী গ্রাম থেকে চার নারীকে গ্রেপ্তারের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা জেএমবির আত্মঘাতী দলের সদস্য। ওই পরিবারের ছেলে ফরিদুল ইসলাম ওরফে আকাশ অক্টোবরে গাজীপুরের এক জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত হন।এরপর ১০ সেপ্টেম্বর আজিমপুরের একটি বাড়িতে পুলিশি অভিযান গেলে সেখানে নব্য জেএমবির নেতা তানভীর কাদেরী আত্মহত্যা করেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আর তানভীরের স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা, গুলশান হামলায় জড়িত নুরুল ইসলাম মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তি এবং জেএমবি নেতা বাসারুজ্জামান চকলেটের স্ত্রী শারমিন ওরফে শায়লা আফরিনকে পুলিশ আহত অবস্থায় আটক করে।ওই তিন নারী মরিচের গুঁড়া ও ছোরা নিয়ে হামলা চালিয়েছিলেন বলে সেদিন পুলিশ কর্মকর্তারা জানিয়েছিলেন। তিনজনের মধ্যে একজন পুলিশের গুলিতে আহত হন, বাকি দুজন ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানায় পুলিশ।তানভীর-ফাতেমা দম্পতির জমজ ছেলেদের একজনকে আজিমপুরের অভিযানের সময় আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়। আরেক ছেলের খোঁজ করতে গিয়ে আশকোনায় আরেক জঙ্গি আস্তানার খোঁজ পায় পুলিশ।শনিবার ওই বাড়িতে অভিযানের সময় দুই শিশুকে নিয়ে বেরিয়ে এসে আত্মসমর্পণ করেন পলাতক জঙ্গি রাশেদুর রহমান সুমনের স্ত্রী শাকিরা ওরফে তাহিরা (৩৫) এবং মিরপুরে নিহত নব্য জেএমবির নেতা সাবেক মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার ওরফে শিলা ওরফে সুমাইয়া ওরফে মারজুন (৩৪)।

অভিযানের এক পর্যায়ে পলাতক জঙ্গি রাশেদুর রহমান সুমনের স্ত্রী শাকিরা ওরফে তাহিরা (৩৫) এক শিশুকে নিয়ে বেরিয়ে এসে কোমরে বাঁধা গ্রেনেড ফাটিয়ে আত্মঘাতী হন। আর অভিযান শেষে ওই বাসার ভেতরে তানভীর-ফাতেমা দম্পতির বারেক ছেলে আফিফ কাদেরীর লাশ পাওয়া যায়।আবেদাতুল ফাতেমা খাদিজাসহ আজিমপুরে জঙ্গি আস্তানা থেকে আটক তিনজন রোববার ঢাকার আদালতেআবেদাতুল ফাতেমা খাদিজাসহ আজিমপুরে জঙ্গি আস্তানা থেকে আটক তিনজন রোববার ঢাকার আদালতেমনিরুল বলেন, তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ‘স্বামীর চাপে’ জঙ্গিবাদে জড়ানোর কথা বলেছেন জিজ্ঞাসাবাদে।

তার একটা সুন্দর জীবন ছিল। স্বামী ভালো চাকরি করতেন। স্বামী জঙ্গি মতাদর্শে উদ্বুদ্ধ হবার পর তার কারণেই এই নারী জঙ্গি দলে ভিড়তে বাধ্য হন।তানভীর কাদেরী এক সময় ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং শাখার কর্মকর্তা ছিলেন। আর তার স্ত্রী ছিলেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেইভ দ্য চিলড্রেন’ এর কর্মকর্তা। মালয়েশিয়ায় যাওয়ার কথা বলে তারা চাকরি ছাড়ার কয়েক মাস পর তাদের সন্ধান পাওয়া যায় আজিমপুরের জঙ্গি আস্তানায়।ওই নারী বলেছেন, তার যেহেতু দুটি সন্তান রয়েছে, স্বামী জঙ্গিবাদে জড়িয়েছে খবর পেলে সামাজিকভাবে ছোট হয়ে যেতে হত। আত্মীয়-স্বজনরা তাকে কখনোই মেনে নিত না। তাই অনেকটা মনের বিরুদ্ধে তাকে স্বামীর সঙ্গে থাকতে হয়েছে।মনিরুল জানান, পুলিশের হাতে আটক প্রিয়তিও তার স্বামী জঙ্গি নেতা নুরুল ইসলাম মারজানকে ‘অত্যন্ত স্বৈরচারী’ মেজাজের লোক হিসেবে বর্ণনা করেছেন।

নিজের সব ইচ্ছা তিনি স্ত্রীর উপর চাপিয়ে দিতেন। প্রিয়তি তার মামার বাড়িতে বড় হয়েছে। লেখাপড়াও তেমন জানা নেই, চাকরি নেই। তাকে দেখার মতো কেউ ছিল না। জঙ্গি মতাদর্শে না গেলে স্বামী তাকে ছেড়ে চলে যাবে- এমন ভয় কাজ করত।মনিরুল বলেন, দুই নারীই বলেছেন, তারা মন থেকে কখনোই জঙ্গি মতাদর্শে বিশ্বাস করেন না। এই মতাদর্শে বিশ্বাসী হয়ে যারা মানুষের ক্ষতি করে তাদের আদর্শকে তারা কোনদিন সমর্থন করেন না। তারপরও স্বামীর চাপে বাধ্য হয়ে তারা জঙ্গিদের সঙ্গে ছিলেন।জঙ্গি সুমনের স্ত্রী শাকিরার আত্মঘাতী হামলায় অংশ নেওয়ার বিষয়ে মনিরুল বলেন, তার আগের স্বামী ইকবাল ক্যান্সারে মারা গেছেন। বর্তমান স্বামী সুমনকে পুলিশ গ্রেপ্তার করেছে এমন খবর রয়েছে। ওই নারী হতাশায় ভুগছিলেন। সেখান থেকেই আত্মঘাতী হামলার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে আমাদের মনে হয়েছে।

এই পুলিশ কর্মকর্তা জানান,জঙ্গি নেতারা তাদের সন্তানদেরও জঙ্গি মতাদর্শে বিশ্বাসী করে গড়ে তুলতে চাইতেন। তারা মনে করতেন সন্তানের মাকে তাদের মতাদর্শে আনা গেলে তাদের উদ্দেশ্য সফল হবে। এজন্য তারা স্ত্রীদের জঙ্গি মতাদর্শে বিশ্বাসী হিসেবে গড়ে উঠতে চাপ দিতেন।আশকোনায় গ্রেপ্তার জেবুন্নাহার শীলা ও তৃষা মনিসহ আটজনকে আসামি করে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেছে পুলিশ। ওই মামলায় শীলা ও তৃষাকে সাতদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শীলার স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জাহিদ গত ২ সেপ্টেম্বর রাতে মিরপুরের রূপনগরের একটি বাসায় পুলিশের অভিযানে নিহত হন। এরপর শীলা তার দুই সন্তানকে নিয়ে আজিমপুরের সেই জঙ্গি আস্তানায় ওঠেন, যেখানে তানভীর কাদেরীর পরিবারের সদস্যরাও ছিল।পুলিশ সেখানে অভিযান চালানোর চার দিন আগে এক বছর বয়সী মেয়েকে নিয়ে সেখান থেকে সরে যান শীলা। তার সাত বছর বয়সী মেয়েটি আজিমপুরে অন্যদের সঙ্গে পুলিশের হাতে ধরা পড়ে।তারপর থেকে শীলাকেও খুঁজছিল পুলিশ; তিন মাস পর তাকে পাওয়া যায় আশকোনার আস্তানায়।

সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জাহিদ ‘নব্য জেএমবি’র শীর্ষনেতা তামিম চৌধুরীর ‘সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তিনি এই জঙ্গি গোষ্ঠীর সামরিক কমান্ডারের দায়িত্ব পালন করতেন বলে পুলিশ জানায়। সেনাবাহিনীতে থাকা অবস্থায় ২০১৪ সালে কানাডা গিয়েছিলেন কুমিল্লার বাসিন্দা জাহিদ। সেখান থেকে ফেরার পর তার মধ্যে বদল চোখে পড়ে স্বজনদের। এরপরই তিনি স্ত্রীকে নিয়ে জঙ্গিবাদে জড়িয়ে পড়েন বলে পুলিশের ভাষ্য। অনেকটা নিঃসন্দেহেই বলা যায়, ২০১৬ সালে বাংলাদেশকে সবচেয়ে নাড়িয়ে দিয়েছে যেই ঘটনা, সেটি গুলশানে সন্ত্রাসী হামলা। পয়লা জুলাইয়ে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সেই হামলা সারাবিশ্বের নজর ঘুরিয়ে দিয়েছিল বাংলাদেশের দিকে।সেই হামলার আকস্মিকতা সাংবাদিক, নিরাপত্তা বাহিনী, সাধারণ মানুষসহ সবাইকেই অনেকটা হতবিহ্বল করে দিয়েছিল।

পরদিন সকালে সেনা অভিযানের মধ্য দিয়ে যখন ঘটনার পরিসমাপ্তি ঘটে তার আগেই সেখানে মারা গিয়েছেন ১৭ জন বিদেশিসহ ২২ জন বেসামরিক নাগরিক, দুজন পুলিশ কর্মকর্তা এবং অভিযানে নিহত হয় ৫ জন হামলাকারী।যদিও গুলশান হামলাটি ছিল জঙ্গি হামলার চরম রূপ, কিন্তু জঙ্গি হামলার শঙ্কা ছিল শুরু থেকেই। সকালে সেনা অভিযানের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে গুলশান হামলার।প্রায় তিন বছর চলতে থাকা বিচ্ছিন্নভাবে গুপ্তহত্যা সর্বোচ্চ পর্যায়ে ওঠে ২০১৫ সালে। জঙ্গিদের গুপ্তহত্যার শিকার হন ৫ জন লেখক-ব্লগার-পুলিশ-বিদেশিসহ অন্তত ১৩ জন।এমনভাবে টার্গেটগুলো সিলেক্ট করছিলো তারা যাতে পাবলিক রিঅ্যাকশনগুলো বিভক্ত থাকে। যেই প্যাটার্নটা আমরা দেখলাম তাতে জঙ্গি সংগঠনগুলোর নব্য উত্থানের একটি ইঙ্গিত ছিল। কিন্তু সেই ইঙ্গিতগুলো আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেইভাবে রিড করে নাই। বিচ্ছিন্ন মামলা হিসেবে নিতে নিতে পুরো প্যাটার্নটাই তারা মিস করেছিল। লেখক-ব্লগার হত্যার দিকে ইঙ্গিত করে বলেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার হোসেন।যদিও পুলিশ এবিষয়ে দ্বিমত পোষণ করছে।এসব ঘটনার আসামি কিন্তু গতবছরও ধরা পড়েছে, আবার এবছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতেও ধরা পড়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কারণে এদেশেও যেমন জঙ্গিরা অনুপ্রেরণা পেয়েছে, তেমনি আমাদের তৎপরতাও চলেছে। কিন্তু তৎপরতাতো সবসময় একভাবে দেখা যায় না বা সবসময় দেখানোও যায় না। ২০১৫ সালে বা এর আগে গুপ্তহত্যার ঘটনাগুলোতে পুলিশ গুরুত্ব দিয়েই কাজ করছিল জানিয়ে বলেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here