ইউনেস্কোর মহাপরিচালক পদে কাতারকে সমর্থন দেবে বাংলাদেশ

0
190

ইউনেস্কোর মহাপরিচালক পদে কাতারের হামাদ বিন আবদুলাজিজ আল কোয়ারিকে সমর্থন দেবে বাংলাদেশ।২০১৭ সালের অক্টোবরে প্যারিসে ইউনেস্কোর মহাপরিচালক পদে নির্বাচন হবে।কাতারের আমিরী দিওয়ানের উপদেষ্টা হামাদ বিন আবদুলাজিজ আল কোয়ারি মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, হামাদ বিন আবদুলাজিজ আল কোয়ারি ইউনেস্কোর মহাপরিচালক পদে বাংলাদেশের সমর্থন চেয়েছেন।হামাদ বিন আবদুলাজিজ প্রধানমন্ত্রীতে জানান, নিজের প্রার্থিতা ঘোষণা করার পর বাংলাদেশেই তিনি প্রথম সফরে এসেছেন।প্রধানমন্ত্রী এসময় বলেন, তিনি বাংলাদেশের সমর্থন পাবেন।

হামাদ বিন আবদুলাজিজ আল কোয়ারি ইউনেস্কোর মহাপরিচালক পদে প্রার্থী হওয়ায় সন্তোষও প্রকাশ করেন শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, ইউনেস্কোর মহাপরিচালক পদে এই প্রথম মধ্যপ্রাচ্য থেকে কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে ইউনেস্কো মহাপরিচালক পদে প্রার্থী হিসেবে নিজের জন্য বাংলাদেশের সমর্থন চান হামাদ বিন আব্দুল আজিজ আল কায়ারি।

এ সময় তাকে বাংলাদেশের সমর্থনের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আগামী অক্টোবরে প্যারিসে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। হামাদ ইউনেস্কো মহাপরিচালক পদে প্রার্থী হওয়ার পর প্রথম বাংলাদেশ সফরে আসলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামাদ বিন আব্দুল আজিজ আল কায়ারিকে বলেন, আপনি প্রার্থী জেনে খুব খুশি হয়েছি।দুই ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে সর্ম্পক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশ ও জনগণের জন্য সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সরকার দারিদ্র বিমোচনে কাজ করছে।হামাদ বিন আব্দুল আজিজ আল কায়ারিকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার সুসর্ম্পকে সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার উন্নয়নসহ আর্ন্তজাতিক বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী ভূমিকা ও নেতৃত্বের প্রশংসা করেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনা মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা। অন্যরা তাকে অনুসরণ করতে পারে। বাংলাদেশ ও কাতারের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক প্রস্তুত আছে। উপযুক্ত সময়ে এটি স্বাক্ষর করা যেতে পারে।একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী কন্যা সায়মা হোসেন পতুলের অটিজম বিষয়ে বাংলাদেশে ও আন্তর্জাতিক অঙ্গণের কর্মকা-ের প্রশংসা করেন।সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here