আটক করা যুক্তরাষ্ট্রের সমুদ্র গবেষণা বিষয়ক ড্রোন ডুবোযানটি চীন অবশেষে ফিরিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন।দক্ষিণ চীন সাগরের যে এলাকা থেকে ‘ওশান গ্লাইডার’ নামের ড্রোনটি জব্দ করা হয়েছিল, তার কাছাকাছি জায়গা, সুবিক উপসাগরের প্রায় ৯২ কিলোমিটার উত্তর-পশ্চিমে দু’পক্ষ মিলিত হয়ে ড্রোনটি হস্তান্তর করে।
পেন্টাগন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। সেখানে আরও বলা হয়, দক্ষিণ চীন সাগরের যেখানে আন্তর্জাতিক আইনে অনুমতি থাকবে, যুক্তরাষ্ট্র সেখানেই বিমান ওড়াবে, জলযান চালাবে এবং কার্যক্রম পরিচালনা করবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও মঙ্গলবার এ ব্যাপারে একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনার পর স্থানীয় সময় দুপুরে সহজভাবেই হস্তান্তর কাজ শেষ হয়েছে।বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমা থেকে যুক্তরাষ্ট্রের একটি সমুদ্র গবেষণা জাহাজের ওই ড্রোনটি পানির নিচ থেকে আটক করে নিয়ে যায় চীনের একটি ছোট সেনাদল। তবে আটক করার কারণ ব্যাখ্যা না করে দেশটি অভিযোগ করে, আমেরিকা ব্যাপারটি নিয়ে ‘অহেতুক বাড়াবাড়ি’ করছে। গত কয়েক দশকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সবচেয়ে গুরুতর সামরিক দ্বন্দ্বের একটি বলে মনে করা হচ্ছে এই ঘটনাটিকে।