জার্মানির বার্লিনে লরি হামলা : ১২ জন নিহত

0
139

জার্মানির বার্লিনের একটি ক্রিসমাস মার্কেটে একটি লরি ঢুকে পড়ার পর অন্তত ১২ জন নিহত এবং অন্তত ৪৮ জন আহত হয়েছে।আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।দেশটির পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, লরি ড্রাইভারকে আটক করা হয়েছে। এছাড়া আহত একজন পথচারী মারা গেছেন।ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে মার্কেটের বেশ কিছু দোকান ভেঙে পড়ছে এবং আহত অনেক মানুষ রাস্তায় লুটিয়ে পড়েছেন।জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডে মেইজ্যেরে বলছেন, এটিকে একটি ইচছাকৃত হামলা মনে করছে সরকার।বার্লিনের শপিংকেন্দ্র হিসেবে পরিচিত একটি রাস্তার কাছে এই হামলার ঘটনাটি ঘটে।

বার্লিনের একটি পত্রিকা বলছে, পুলিশ একটি বিশেষ জায়গা নির্ধারণ করেছেন যেখানে স্বজনরা মিলিত হতে পারবেন।লরি চালিয়ে মানুষ চাপা দেয়ার এই ঘটনার সাথে গত ১৪ই জুলাই ফ্রান্সের নিস শহরে লরি হামলার মিল রয়েছে। ওই হামলায় ৮৬ জন নিহত হয়েছিল। পরবর্তীতে তথাকথিত ইসলামিক স্টেট ওই হামলার দায়িত্ব স্বীকার করে।ফেসবুক বার্লিনের বাসিন্দাদের জন্য একটি ‘সেফটি চেক’ পেজ খুলেছে, যাতে যারা নিরাপদে আছে, তারা এর মাধ্যমে পরিবার পরিজনদের তা জানাতে পারে।নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানাচেছ, হামলাকারী লরির চালক পাকিস্তান থেকে আসা একজন শরণার্থী, গতবছর তিনি জার্মানিতে এসেছেন। ঘটনাস্থলের কিছুটা দূর থেকে তাকে হামলার কিছুক্ষণের মধ্যেই আটক করা হয়। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।জার্মান সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, এরপরই পুলিশ বার্লিন বিমানবন্দরের কাছে একটি শরণার্থী শিবিরে তল্লাশি চালিয়েছে।লরির চালক ওই ক্যাম্পে অবস্থান করছিলো বলে ধারণা করা হচ্ছে।খবরে বলা হচ্ছে, ছোটখাটো অপরাধের জন্যে পুলিশের খাতায় তার নাম ছিলো, তবে কোনো সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে নয়।নিরাপত্তা বাহিনীর সূত্র উল্লেখ করে জার্মান সংবাদ মাধ্যমে সন্দেহভাজন এই হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে ২৩ বছর বয়সী পাকিস্তানি এক নাগরিক হিসেবে। বলা হচ্ছে, তার নাম নাভিদ বি।খবরে বলা হচ্ছে, এরপরই বার্লিনের টেম্পেলহফ বিমানবন্দরের একটি হ্যাঙারে অভিযান চালিয়েছে বিশেষ বাহিনী।

নিরাপত্তা বাহিনী বলছে, হামলার আগে ওই ব্যক্তি সেখানে অবস্থান করছিলো।পুলিশের একজন মুখপাত্র উইনফ্রিড ভেনজেল বলেছেন, লরি থেকে নেমে পায়ে হেঁটে পালিয়ে যাওয়ার সময় প্রায় দুই মাইল দূর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে বার্লিনের একটি পার্ক টিয়েরগার্টেনের দিকে দৌড়ে পালাচ্ছিলো। একজন পথচারী তাকে অনুসরণ করছিলেন, তিনি পুলিশকে ফোন করেন। তার কিছুক্ষণ পরেই ভিক্টরি কলাম স্মৃতিসৌধের কাছ থেকে তাকে আটক করা হয়।পুলিশ বলছে, পোল্যান্ডের একজন নাগরিক লরিটির প্রকৃত চালক। তাকে চালকের আসনের পাশে যাত্রীর আসনে মৃত অবস্থায় পাওয়া গেছে।লরির মালিকও পোল্যান্ডের নাগরিক। তিনি বলেছেন, তার চালকের সাথে তিনি সোমবার বিকেল চারটা পর্যন্ত কোনভাবেই যোগাযোগ করতে পারছিলেন না।বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আমরা জানি না তার কি হয়েছে। সে আমার কাজিন। ছোটবেলা থেকেই আমি তাকে চিনি। তার ওপর আমার আস্থা আছে।
লরিটি পোল্যান্ডে নিবন্ধিত। তবে হামলার আগে ট্রাকটিকে পোল্যান্ড থেকে চালিয়ে আনা হয়েছে নাকি ইতালি থেকে ফিরে আসছিলো সেবিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here