কালীগঞ্জে যৌতুকের বলী গৃহবধু রুমি, ঘাতক স্বামী ও দেবর গ্রেফতার

0
0

বিয়ের পীড়িতে বসার সময় হাতে লাগানো মেহেদীর রং উঠতে না উঠতেই জেলার কালীগঞ্জ উপজেলায় যৌতুকের টাকার জন্য রুমানা সুলতানা রুমি (২৩) নামের এক গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নিহতের বড় বোন রুমানা সুলতানা আছিয়া কালীগঞ্জ থানায় ৫ জনের নামে হত্যা মামলা করেন। পুলিশ ঘাতক স্বামী জোবায়দুল ইসলাম (৩৫) ও দেবর জিয়াত ইসলাম (৩০) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন।

এদিকে ঘাতকের লোকজন থানা থেকে মামলা তুলে নিতে নিহতের পরিবারকে অনবরত হুমকী দিয়ে আসছে বলে নিহতের পরিবারের লোকজন অভিযোগ করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিন দলগ্রাম এলাকার দেলোয়ার হোসেন ওরফে কানা দিলুর ছেলে জোবায়দুল ইসলাম (৩০) ও তার ছোটভাই জিয়াত ইসলাম (২৫)।
এছাড়াও নিহতের শ্বশুর-শ্বাশুড়িসহ মামলার অপর ৩জন আসামী পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, ৩মাস আগে জোবায়দুল ইসলাম লালমনিরহাট শহরের গোশালাবাজার এলাকার আনসার আলীর মেয়ে রুমানা
সুলতানা রুমিকে বিয়ে করেন। বিয়ের সময় বরকে নগদ ৫০ হাজার টাকাসহ স্বর্ণালংকার দেওয়া হয়েছিলো। আর এতে মন ভরেনি বর ও তার পরিবারের লোকজনের।

বিয়ের একমাসের ব্যবধানে আরো এক লাখ টাকা যৌতুক দাবি করেন। রুমীর দরিদ্র পিতা-মাতার পক্ষে বরের দাবী মেটানো সম্ভব হয়নি। ফলে গৃহবধু রুমীর উপর নেমে আসে পাষন্ড স্বামীসহ পরিবারের লোকজনের বর্বরতা।
এদিকে মেয়ের উপর নিযার্তনের খবর পেয়ে গত ৩০ নভেম্বর লালমনিরহাট সদর থানায় একটি জিডিও করেছিলেন রুমির বাবা। তাতেও শেষ রক্ষা হলো না নববধু রুমির।

গত ১২ ডিসেম্বর রাতে ঘাতক স্বামী ও তার পরিবারের লোকজন নববধু রুমিকে বেধড়ক মারডাং শুরু করন। এক পর্যায়ে রুমিকে শ্বাসরোধ করে রাখলে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। এরপর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বমপ্লেক্সে ভর্তি করা হলে পরদিন ১৩ ডিসেম্বর রুমির মৃত্যু হয়।

পরদিন ১৪ ডিসেম্বর নিহতের বড় বোন কালীগঞ্জ খানায় ৫জনের নামে হত্যা মামলা দায়ের করলে পুলিশ সেই দিনই ঘাতক স্বামী ও তার ভাইকে গ্রেফতার করেন।

স্খানীয় লোকজন বলেন, যৌতুকের টাকার জন্য প্রতি রাতেই স্বামী, দেবর ও শ্বশুর-শ্বাশুড়ির নিযার্তন সহ্য করেছিলেন নববধূ রুমি। এত ডাংমার করলেও মেয়েটি প্রতিবাদ করার সাহাস পাননি। এছাড়াও মেয়েটিকে প্রতিবেশী কারও সাথে মিশতে, কথা বলতেও পর্যন্ত দেননি।

নিহতের বাবা দিনমজুর আনসার আলী মেয়েকে হারিয়ে অনেকটাই বাকরুদ্ধ এখন। তারপরও দাবী করছেন, যারা আমার আদরের মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি ফাঁসী চাই।

নিহতের মা জরিনা আখতার বলেন, রুমীর স্বপ্ন ছিলো স্বামীর সংসারে সুখী থাকবে কিন্তু যৌতুকের টাকার কারনে তার স্বপ্ন আর পুরন হলো না। স্বামী, সংসারের সুখ কপালে জুপতে না জুটতে তাকে চলে যেতে হলো ওপারে। আমার মেয়েকে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁসী চাই।

কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ময়নাতদন্তের রিপোর্ট পেলেই ঘটনাটি তদন্তপুর্বক চার্জশিট প্রস্তুত করবেন।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here