রাশিয়ায় গোসলের লোশন খেয়ে ৪১ জনের মৃত্যু

0
241

প্রচণ্ড শীত থেকে রক্ষা পেতে রাশিয়ায় অ্যালকোহল সমৃদ্ধ গোসলের লোশন খেয়ে ৪১ জন প্রাণ হারিয়েছেন। আরও ১৬ জনকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সাইবেরিয়ার ইরখুটস্ক শহরে সোমবার এ ঘটনা ঘটেছে। খবর ডেইলি মেইলের।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রায় সবার অবস্থা গুরুতর। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, হাসপাতালে এবং বাড়িতে ৪১ জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। সব মিলিয়ে ৫৭ জন আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, মৃতদের মধ্যে নারী-পুরুষ উভয়ই রয়েছেন। তারা মেথানল বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে দ্রুত এবং তীব্র যন্ত্রণায় মারা যায়। মেথানল গ্রহণের ফলে আমাদের পরিপাকতন্ত্র ফর্মালডিহাইড হয়। যা ফরমিক অ্যাসিড বা ফরম্যাট সল্ট তৈরি করে। এসব উপাদান মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের জন্য বিষাক্ত। এর ফলে অন্ধত্ব, কোমা ও মৃত্যু হতে পারে।

ইয়েভজেনি ভাইগোভস্কি হাসপাতালের প্রধান চিকিৎসক জানান, তারা মারাত্মক বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল। হাসপাতালে যাদের আনা হয়েছে তারা প্রত্যেকেই অচেতন ছিলেন। তাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, অভ্যন্তরীণ অঙ্গ আক্রান্ত হয়েছিল এবং বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়েছিল।  গোসলের লোশন হিসেবে পরিচিত ‘বোয়ারিশনিক’ খাওয়ার পরই বিষক্রিয়ায় আক্রান্ত হন তারা। এতে ৯৩ শতাংশ ইথাইল অ্যালকোহল, হথ্রনের নির্যাস(একধরনের উদ্ভিদ), লেমন অয়েল, ডায়াইথাইল থ্যালেট উপাদান আছে। বরফ আচ্ছাদিত অঞ্চলটির সাধারণ নাগরিকরা শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য কমদামে পাওয়া অ্যালকোহল সমৃদ্ধ লোশন খেয়ে থাকেন। ভিকটিমদের পরিবার জানায়, লোশনটি রাস্তার পাশে দোকানে এবং ইরখুটস্ক শহরতলীর ১০০টি আউটলেটে পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here