করুন নায়ারের ট্রিপল সেঞ্চুরিতে(৩০৩*) ইংল্যান্ডের বিপক্ষে ৭৫৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক ভারত। পঞ্চম দিনে ২৭০ রানে এগিয়ে ভারতের জয়ের জন্য প্রয়োজন ১০ উইকেট। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির সঙ্গে তা ট্রিপল সেঞ্চুরি পর্যন্ত টেনে নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান করুন নায়ার। রেকর্ডবুকে স্থান করে নিয়েছেন গ্যারি সোবার্স ও বব সিম্পসনের মতো দুই কিংবদন্তির পাশে। এর আগে প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে সোবার্সতার ৩১১ রান এবং বব সিম্পস ৩৬৫ রানের রেকর্ড রয়েছে।
ভারতে পক্ষে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি রয়েছে মাত্র দুটি। দুটোই ছিলো বীরেন্দ্র শেওয়াগের দখলে। ইংলিশরা তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৪৭৭ রান। জবাবে ভারত তার প্রথম ইনিংসে ৭৫৯ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ১২ রান করেছে।