ধর্ষণের দায়ে দন্ডিত ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোশে কাতসাফ পাঁচ বছর কারাগারে থাকার পর মুক্তি পাচ্ছেন। রোববার প্যারোল বোর্ডের নির্দেশে সাত বছরের কারাদন্ডে দন্ডিত এই সাবেক প্রেসিডেন্টকে দন্ডের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে রাষ্ট্রীয় আইন কর্মকর্তারা প্যারোল বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করায় তার মুক্তি অন্ততপক্ষে সপ্তাখানেক সময় পিছিয়ে যায়। যৌন নিগ্রহের দায়ে অভিযুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ২০০৭ সালে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান কাতসাফ। ১৯৯০-এর দশকের শেষদিকে মন্ত্রী থাকাকালীন এক সহযোগীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি।
২০০০-২০০৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালীন আরো দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগেও তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।অবশ্য বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন তিনি।ডানপন্থি লিকুদ পার্টির সাবেক সদস্য কাতসাফকে ২০১১ সালে কারাগারে পাঠানো হয়।কাতসাফের আইনজীবী সাংবাদিকদের জানান, মুক্তির ব্যাপারে বোর্ডের সিদ্ধান্ত শোনার পর তিনি (কাতসাফ) কান্নায় ভেঙে পড়েন।