লামায় পাহাড়ে সুবিধা বঞ্চিতদের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শবিবার লামা কেন্দ্রীয় বৌদ্ধ মন্দির প্রাঙ্গনের রিস্সো কোসেই-কাই সংগঠন উদ্যোগে এ বিতরন করা হয়। শীত বন্ত্র বিতরনের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু। উক্ত কার্যক্রমকে সার্বিক সহযোগিতা দিয়েছেন হেলপিং হ্যান্ট সংগঠন সদস্য উথোয়াইংগ্য মার্মা।
জানা যায়, পাহাড়ে শীতের উষ্ণতায় ছড়িয়ে দিতে রিস্সো কোসেই-কাই সংগঠন লামা বিভিন্ন পাড়ারে সুবিধা বঞ্চিত দরিদ্রদের মাঝে শীত বন্ত্র বিতরণ করেন। লামা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গনের অনুষ্ঠিত শীত বন্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু। উদ্বোধন দিনের ৬০জন দরিদ্র পরিবার মাঝে এই বিতরন করেন। এটি পর্যায়ক্রমে বিভিন্ন দূর্গম পাড়ায় গিয়ে ৬০০ পরিবারকে শীত বন্ত্র বিতরণ করবেন বলে জানা যায়। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি মাঝে উপস্থিত ছিলেন লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, লামা মাতা মুহুরী ডিগ্রী কলেজে প্রভাষক অংথিং রাখাইন, প্রেস ক্লাবের সভাপতি প্রিয় দর্শী বড়–য়া, ছোট নুনারবিল পাড়া কার্বারী মংয়ইনু মার্মা, যুবলীগ নেতা ক্যজ মার্মা প্রমুখ।
উথোয়াই মারমা জয়, লামা (বান্দরবান) প্রতিনিধি