বিশ্বমানের জ্ঞান, দক্ষতা ও শিক্ষা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী

0
321

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণের জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষায় ডিজিটাইজেশনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।নুরুল ইসলাম নাহিদ শনিবার দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।মাদরাসা শিক্ষা ধারায় নতুন সংযোজন ইন্টার‌্যাকটিভ ডিজিটাল মাদরাসা টেক্সটবুকস (আইডিএমটি)’-এর শুভ উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. এম.কায়কোবাদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস. এম ওয়াহিদুজ্জামান, কারিগরি ও মাদরাসা বিভাগের অতিরিক্ত সচিব একেএম জাকির হোসেন ভূঞা, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেন।এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একেএম ছায়েফ উল্যা।

মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ক্ষেত্রে মাদরাসা শিক্ষা বোর্ড প্রাথমিক পর্যায় দাখিল ষষ্ঠ শ্রেণীর মাদরাসা শিক্ষা ধারার চারটি পাঠ্যপুস্তক আইডিএমটি’তে রূপান্তর করেছে। পাঠ্যপুস্তক ৪টি হলোÑ কুরআন মাজিদ ও তাজভিদ, আলআকাইদ ওয়াল ফিকহ, আললুগাতুল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়্যাহ (আরবি ১ম পত্র) ও কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যাহ (আরবি ২য় পত্র)।নুরুল ইসলাম নাহিদ আইডিএমটি ২০১৭ সালের দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে বলেন, প্রত্যেক মাদরাসার শিক্ষার্থীরা সকলেই এটি মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে পড়তে পারবে।

তিনি বলেন, আইডিএমটি প্রচলিত পাঠ্যপুস্তকের ডিজিটাল ভার্সন, যা অনলাইন বা অফলাইন সুবিধা নিয়ে ইলেকট্রনিক বিভিন্ন মাধ্যমে যেমন- কম্পিউটার, ট্যাব এমনকি মোবাইল ফোনেও পড়তে পারবেন। এটি একটি ই-লার্নিং মেটেরিয়াল, যা শিক্ষার্থীর শ্রেণী, বয়স, চাহিদা ও প্রবণতা বিবেচনা করে প্রণীত হয়েছে। প্রয়োজনীয় শব্দের অর্থ, বাস্তব উদাহরণ, কোনো ঘটনার বিবরণ বা বাস্তব দৃশ্য বা ছবি বা ভিডিও এতে সংযোজন করা হয়েছে।শিক্ষামন্ত্রী সুললিত কণ্ঠে কুরআন মজিদের সুরা ও আয়াতের তেলাওয়াত এবং গুরুত্বপূর্ণ আরবি অংশের অডিও এতে সংযুক্ত করা হয়েছে জানিয়ে বলেন, আইডিএমটি সম্পাদনে বুয়েটের সিএসই বিভাগ কারিগরি সহযোগিতা করেছে। সুতরাং শিক্ষাকে অধিকতর সহজ ও আনন্দদায়ক করতে আইডিএমটি কার্যকরী ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থী ও শিক্ষক সকলেই এর দ্বারা উপকৃত হবেন।

এসময় মন্ত্রী আরও বলেন, এই পদ্ধতি শুধু মাদরাসা শিক্ষা কার্যক্রমে নয়, সাধারণ শিক্ষায় প্রাথমিক-মাধ্যমিক পর্যায়ের ১৬টি বই প্রণয়ন করা হয়েছে। প্রয়োজনীয় বাজেেেটর অভাবে একটু বিলম্ব হচেছ। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন।শিক্ষামন্ত্রী বলেন, ২০১০ সাল থেকে প্রতি বছর আমরা ইংরেজি বছরের প্রথম দিন প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক তুলে দিয়ে বই ঊৎসব দিবস পালন করছি। এবারও প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত গতবারের চেয়ে ২ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ২৭৩টি বই বেশি ছাপা হচ্ছে। এবার মোট ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫ কপি বই ছাপানো হয়েছে। গতবছর বই বিতরণ করা হয়েছিল ৩৩ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৯৭২টি।নুরুল ইসলাম নাহিদ বলেন, ইতোমধ্যে প্রায় সকল স্কুলে বই পর্যায়ে পৌঁছে গেছে। বিগত কয়েক বছরের মতো এবারও নির্ধারিত ১ জানুয়ারি দেশব্যাপী বই বা পাঠ্যপুস্তক উৎসব পালিত হবে।শিক্ষামন্ত্রী আধুনিক বাংলাদেশের নির্মাতা নতুন প্রজন্ম উল্লেখ করে বলেন, তাই তাদেরকে যুগের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের জ্ঞান, দক্ষতা ও শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের শুধু মাত্র জ্ঞান ও দক্ষতা দিলেই হবে না, তাদেরকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা পালনের আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here