গাজীপুরে বাস ও লেগুনা সংঘর্ষ ঃ নিহত ৬, আহত ৯ ॥

0
0

গাজীপুরে শনিবার যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও নয়জন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।

এঘটনায় নিহতরা হলো- গোপালগঞ্জের মোকসেদপুর থানার কইলা গ্রামের মোতালেব মাতাব্বরের ছেলে লেগুনা চালক সুজন (২০), নেত্রকোনার কলমাকান্দা থানার রঘূরামপুর গ্রামের মৃত আবুল হাসিমের ছেলে আবুল হোসেন (৫০), শেরপুরের নালিতাবাড়ি থানার ভুরুঙ্গা গ্রামের আলী আহাম্মদের ছেলে উকিল মিয়া (৩০), সুনামগঞ্জের সালনা থানার গোবিন্দপুর গ্রামের তুলসী দাসের ছেলে প্রাণনাথ দাস (৪০), একই এলাকার ইন্দ্রজিত দাসের ছেলে ও নিহত প্রাণনাথের চাচাত ভাই বাবুল চন্দ্র দাস (৪৫) ও জামালপুরের বকশিগঞ্জ থানার নিলক্ষিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী আমেনা বেগম (৩৫)।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. এমরান হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পশ্চিম পাশে ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে শনিবার সকাল পৌণে ৭টার দিকে টাঙ্গাইলগামী মুমু পরিবহনের একটি বাস যাত্রী তুলছিল। এ সময় কালিয়াকৈরের চন্দ্রা থেকে চান্দনা চৌরাস্তাগামী যাত্রীবাহী একটি লেগুনা বেপরোয়া গতিতে সামনে থাকা অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লেগুনার সঙ্গে মুমু পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। এঘটনায় চালকসহ লেগুনার আরোহী ৬ জন নিহত এবং ৯ জন আহত হয়। এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতরা হলো- নূর মোহাম্মদ (৩৫), বাবুল (৩৫), হাবিবুল্লাহ (৩৮), নজরুল হোসেন (১৮), আশিকুল ইসলাম (৪২), নাজমুল হক (৪০), আমিনুল ইসলাম (৪০), আসাদ (২৫) ও বিলকিস (১৬)। পুলিশ দূর্ঘটনা কবলিত গাড়ি দু’টি আটক করেছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here