কুড়িগ্রাম শহরে পানির ট্যাংককিতে বিজয় নিশান উড়ান বীরপ্রতীক আব্দুল হাই

0
0

কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রাম মোগলবাসায় দরিদ্র পরিবারে জন্ম নেয়া আব্দুল হাই স্বপ্নেও ভাবতে পারেননি তিনি মুক্তিযোদ্ধা হবেন। জীবন-জীবিকার তাগিতে ঢাকার মহাখালী এলাকায় পাকিস্তান টোবাকো কোম্পানিতে (পিটিসি) শ্রমিকের কাজ করতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষন শোনেন কাছ থেকে। রেসকোর্স ময়দানের মাটি ছুঁয়ে শপথ নেন দেশের জন্য কাজ করবার। এরপর ২৫ মার্চ কালো রাত্রিতে চোখের সামনে দ’ুই সহকর্মী পাকিস্তানীদের গুলিতে নিহত হয় কর্মস্থল এলাকায়। ছোট-খাটো ও পাতলা লিনথিন চেহারা হলেও মনের মধ্যে জমাট বাঁধে ক্ষোভ, ঘৃণা আর দৃঢ় প্রতিজ্ঞা।

১ এপ্রিল কার্ফু শিথিল করা হয়। এ সুযোগকে কাজে লাগিয়ে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন কুড়িগ্রামের পথে। গ্রামীন পথ ধরে ৭দিন পর পৌঁছেন বাহাদুরাবাদ ঘাটে। সঙ্গী হয় রংপুর, গাইবান্ধা ও লালমনিরহাটের আরো ৫ জন। ৩০ টাকায় নৌকা ভাড়া করে পৌছেন কামারজানিতে। এরপর গাইবান্ধার সুন্দরগঞ্জ হয়ে চিলমারী বন্দরে। এভাবে পায়ে হেঁটে ও নৌকায় এবং কখনও নদী সাঁতরীয়ে নিজ বাড়ীতে পৌছেন ৮ এপ্রিল। পরিবারে সম্মতি এবং যুদ্ধে যাওয়ার সঙ্গি সাথী খুঁজতে চলে যায় আরো ৬দিন। তখন বয়স ১৭ বছর ছুঁই ছুঁই। পিতা রমজান আলী ও মা হাফেজা খাতুন হাসি মুখে সন্তানকে যুদ্ধে যেতে বলেন। ১৫ এপ্রিল ভূরুঙ্গামারীতে মুক্তিবাহিনীর ক্যাম্পে পৌঁছেন আব্দুর রহিম, মানিক ও কাদের। প্রফেসর হায়দার ছিলেন এখানকার মুল সংগঠক। রাইফেল, এসএললার, এলএমজি চালানো শেখেন। কয়েকটি অপারেশনে অংশ নেন। এ ক্যাম্পের মেজর নওয়াজেশ তাকে ২৮ দিনের প্রশিক্ষণে ভারতে পাঠান। সেখানে গেরিলা প্রশিক্ষণ গ্রহন করেন। নেন ডেমুনেশন ট্রেনিং। জুনের শেষ দিকে আসেন সোনাহাটে। তিনি নিজে ব্রিটিশ আমলে নির্মিত সোনাহাট রেল সেতুটি আধামন ওজনের ২টি চার্জ লাগিয়ে উড়িয়ে দেন। এরপর রায়গঞ্জ, পাটেশ্বরী এলাকায় আরো ৩/৪টি অপারেশনে অংশ নেন। এরপর আরো উচ্চত্বর প্রশিক্ষণে গিদালদহে যান। এরপর ফেরেন লালমনিরহাটে। এখানে একটি রেলের ব্রীজ উড়িয়ে দিতে গিয়ে বাংকারে হামলা করেন তিনি। এতে দুই পাক সেনা মারা যায়। তাদের দুটি অস্ত্র নিয়ে আসেন ফুলবাড়িতে। ১৪ আগস্ট ফুলবাড়ীর গাগলা এলাকায় পাকবাহীনির সাথে বড় ধরণের সম্মুখ যুদ্ধ হয়। এতে পাকাবাহীনির ৩০/৩৫ জন নিহত হয়। মুক্তিযোদ্ধা মারা যায় ২জন।

৬নং সেক্টরে যুদ্ধ করতে গিয়ে মৃত্যুর মূখোমুখ দাঁড়ানোর কথা কোন দিন ভুলতে পারবেন না তিনি। ২১ অথবা ২২ আগস্ট তার নেতৃত্বে নাগেশ্বরীতে পাকবাহীনির ক্যাম্প এলাকা ৩জন সহযোধ্যাসহ র‌্যাকি করতে গিয়ে মর্টার সেলের আঘাতে গুরুত্বর আহত হন। সহযোদ্ধা মুরাদ তাকে সঙ্গাহীন অবস্থায় উদ্ধার করে প্রথমে ভুরুঙ্গামারী পরে ভারতের বাঘডোকরায় সেনাবাহীনির চিকিৎসা ক্যাম্পে ভর্তি করে। ১০ দিন চিকিৎসা নেন এখানে। এখনও বাম হাতের ২টি আঙ্গুল স্বাভাবিক ভাবে বাকা করতে পারেন না। মৃত্যুর মুখ থেকে ফিরে আসায় আবারো নতুন উদ্যোমে যুদ্ধে নামেন। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আব্দুল হাইকে কোম্পানী কমান্ডারের দায়িত্ব দেয়া হয়। এর আগে তিনি সহকারী সেকশন কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন। তাকে দায়িত্ব দেয়া হয় কুড়িগ্রাম শহর দখল করবার। এর আগে রাজাকার, আলবদর, পিচকমিটি ও পাকবাহীনির অবস্থান সংখ্যা সেক্টর কমান্ডারকে জানানোর নির্দেশ দেয়া হয়। ১১ জন মুক্তিযোদ্ধা নিয়ে এক অপারেশন করে তিনি ইসমাইল রাজাকারকে অস্ত্রসহ আটক করে ভারতে নিয়ে যান। এর পর মহুবর, খালেকসহ কয়েকজনকে ভারতে ধরে নিয়ে যান। পরে তারা পক্ষ ত্যাগ করে মুক্তিবাহিনীকে সহযোগীতা করে। ৬০ জন স্থানীয় নাগরিককে গাইডার হিসাবে কাজে নামানো হয়। আর ৩৩৫ জন মুক্তিযোদ্ধা ছিল তার কোম্পানিতে। সেপ্টেম্বরের শেষ দিকে দূর্গাপুর সড়ক ব্রীজ ভেঙ্গে চিলমারী-উলিপুর সড়ক যোগাযোগ বন্ধ করে দেয়ায় পাকবাহীনি চাপে পড়ে। এরপর ২৭ অক্টোবর হালাবট এলাকায় রেল ব্রীজ মাইন বসিয়ে উড়িয়ে দেয়া হয়। এ যুদ্ধে ২৭জন পাকবাহীনি ও একজন মুক্তিযোদ্ধা নিহত হয়। ট্রেন যোগাযোগও বন্ধ হওয়ায় পাকবাহীনির কার্যক্রম সীমিত হয়ে আসে। রংপুরের দিক খোলা রেখে তিনদিক থেকে ঘিরে ফেলে মুক্তিবাহীনি। ১লা নভেম্বর ১৫০ রাজাকার আতœসমর্পণ করে। হালাবট ও মোগলবাসায় ৩ নভেম্বর আতœসমর্পনের কথা বলে পাকবাহীনিসহ দেড় হাজার রাজাকার, আলবদর-আলসামস মুক্তিযোদ্ধাদের উপর মরণ কামড় দেয়। এতে মারা যায় ২জন মুক্তিযোদ্ধা ও ১৭ জন সাধারণ নাগরিক। রাজাকারদের সহযোগীতায় ধরে নিয়ে যায় ডোমাস ও আব্দুল করিম নামে দু’ই মুক্তিযোদ্ধাকে। চিহিৃত রাজাকারদের নামে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা রয়েছে। এরপর কয়েক দফায় ৮৭৮জন রাজাকার অস্ত্রসহ আতœসমর্পন করে আব্দুল হাই এর কাছে। পাকবাহিনী পিছু হটতে শুরু করে।

অবশেষে ৬ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা অমিত তেজে যুদ্ধ করে পাকিস্তান বাহিনীকে পরাজিত করে অবরুদ্ধ কুড়িগ্রামকে হানাদার মুক্ত করেছিল। বিকেল ৪টায় কুড়িগ্রাম শহরের ওভারহেড পানির ট্যাংকের উপর স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে চারিদিকে বিজয় বার্তা ছড়িয়ে দেন আব্দুল হাই। ২৩০দিন পাকহানাদার বাহিনীর হাতে অবরুদ্ধ থাকার পর অবশেষে মুক্ত হয় কুড়িগ্রাম।

এর আগে বৃহত্তর কুড়িগ্রাম অঞ্চলের মুক্তিযোদ্ধারা ব্রিগেডিয়ার জসির নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনীর ষষ্ঠ মাউটেন্ড ডিভিশনের সহযোগীতায় পাকবাহিনীর উপর প্রচন্ড আক্রমন চালিয়ে ১৪ নভেম্বর ভুরুঙ্গামারী, ২৮ নভেম্বর নাগেশ্বরী এবং ৩০ নভেম্বরের মধ্যে সমস্ত উত্তর ধরলা হানাদার মুক্ত করে। উল্লেখ্য রৌমারী, রাজিবপুর ও ফুলবাড়ী সব সময় মুক্তাঞ্চল ছিল। ১ ডিসেম্বর থেকে মুক্তিযোদ্ধারা চারিদিক থেকে কুড়িগ্রাম শহর ঘিরে ফেলে পাক বাহিনীর উপর আক্রমন শুরু করে। পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পাকবাহিনী গুলি করতে করতে ট্রেনযোগে কুড়িগ্রাম শহর ত্যাগ করে রংপুরের দিকে পালিয়ে যায়।

সর্বশেষ প্রাপ্ত তথ্য মোতাবেক জানা যায়, জেলায় শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ৯৯ জন। আর মুক্তিযোদ্ধার সংখ্যা ৩ হাজার ২৩ জন। যুদ্ধকালীন সময়ে এতদঅঞ্চলে কোম্পানী কমান্ডারের দায়িত্ব পালন করেন আব্দুল কুদ্দুস (নান্নু), রওশন বারী (রঞ্জু), আব্দুল হাই সরকার, কেএম আকরাম হোসেন, সুবেদার মেজর আরব আলী, সুবেদার বোরহান উদ্দিন, সুবেদার মাজহারুল হক, সুবেদার আব্দুল ওয়াহাব, সুবেদার আলতাফ, বদরুজ্জামান, শওকত আলী ও আবুল কাশেম চাঁদ। মুক্তিযুদ্ধে অসাধারণ অবদান রাখার জন্য খেতাব প্রাপ্ত হয়েছেন লেঃ আবু মঈন মোঃ আসফাকুস সামাদ বীর উত্তম (মরনোত্তর), শওকত আলী বীর বিক্রম, সৈয়দ মনছুর আলী (টুংকু) বীর বিক্রম, বদরুজ্জামান বীর প্রতীক, আব্দুল হাই সরকার বীর প্রতীক, আব্দুল আজিজ বীর প্রতীক এবং তারামন বিবি বীর প্রতীক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here