সাধারণ কোনো ছবি ভেবে অল্প টাকায় বিক্রির জন্য নিলামে তুলেছিলেন অবসর প্রাপ্ত এক ডাক্তার। জানা ছিলো না ছবিটা কার আঁকা। নিলাম ঘরে নিয়েই জানতে পারলেন ছবিটির স্রষ্টা বিশ্বখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্যা ভিঞ্চি এবং ছবিটির মূল্য ১ কোটি ৫০ লাখ ডলারেরও বেশি।
‘সেইন্ট সেবাস্তিয়ান কে নিয়ে ভিঞ্চি’র আঁকা মোট ৮ টি ছবির একটিকে এভাবে পাওয়া যাবে তা ধারণাই করেনি কেউ। এমন চিত্রকর্ম উন্মোচিত হওয়াকে ‘অসাধারণ আবিষ্কার’ বলে জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠান টাজান। প্রতিষ্ঠানটির দাবি গত ১৫ বছর পর এটিই ভিঞ্চির হাতে আঁকা নতুন আবিষ্কৃত ছবি।
ছবিটি আসল বলে নিশ্চিত করেছেন নিউ ইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টের বিশেষজ্ঞ কারম্যান বামব্যাশ। ১৪৮২ থেকে ১৪৮৫ সালের মধ্যে মিলানে অবস্থানকালে ভিঞ্চি ছবিটি এঁকেছিলেন বলে ধারণা করেন তিনি।