জেলার আদিতমারী উপজেলায় দুর্গাপুর সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুজ্জামান (২৫) নামে বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। নিহতের পর লাশ বিএসএফ টেনে হেচড়ে নিয়ে গেছে বলে জানা গেছে।
রোববার (১১ডিসেম্বর) ভোরে দুর্গাপুর সীমান্তের ৯২৪ নং মেইন পিলারের কাজে এ ঘটনাটি ঘটে। নিহত আসাদুজ্জামান উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী এলাকার আবুল হোসেনের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী সূত্র জানা যায়- নিহত আসাদুজ্জামান রোববার ভোরে আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৪ নং মেইন পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু পারাপার করতে যায়। এসময় তাকে লক্ষ্য করে ভারতীয় সীমান্তের ১০০ সিঙ্গিমারী ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ তার লাশ টেনে হেচড়ে ক্যাম্পে নিয়ে গেছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেঃ কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- সীমান্ত দিয়ে গরু পারাপার করার সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিজিবি ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার পর্যায়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানিয়ে প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে।
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি