পরমাণু ড্রোন-সাবমেরিনের পরীক্ষা চালালো রাশিয়া

0
272

পরমাণু শক্তি-চালিত ড্রোন-সাবমেরিনের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়- গত ২৭ নভেম্বর সারোভ-শ্রেণির একটি সাবমেরিনে এ পরীক্ষা চালানো হয়।

রাশিয়ার এ পরমাণু-সাবমেরিনের পরীক্ষাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বন্দর ও পোতাশ্রয়ের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ দাভিস বলেন- সমুদ্রের তলদেশে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। তবে, এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

মনুষ্যবিহীন ও রেডিও-নিয়ন্ত্রিত ওই সাবমেরিনটির সাংকেতিক নাম ‘ক্যানিয়োন’ ছিলো বলে জানান পেন্টাগনের কর্মকর্তারা। তবে, কোথায় পরীক্ষা চালানো হয়- তা জানানো হয়নি। রাশিয়ার এ সফল পরীক্ষাকে দেশটির সামরিক শক্তি বৃদ্ধিতে যুগান্তকারী বলে উল্লেখ করেছে মার্কিন গণমাধ্যম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here