কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার নিশ্চিত করতে হবে

0
214

কলকারখানায় কর্মপরিবেশ উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘একটা কারকানা করলাম, আর শুধু পয়সা কামাই করবো এই চিন্তা থেকে বেরিয়ে এসে একটু উদ্যোগী হতে হবে।’

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘দক্ষতা, নিয়োগ যোগ্যতা ও শোভন কাজ’ (Dhaka Summit on Skills, Employability and Decent Work – 2016) শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘শিল্প মালিকদের তাদের স্ব-স্ব কলকারখানায় কর্মপরিবেশ উন্নয়ন, শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, অধিক সংখ্যক নারী ও প্রতিবন্ধী নিয়োগসহ শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা জোরদার করার আহ্বান জানাচ্ছি।’ শ্রমিকদের প্রশিক্ষণের ওপর মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণের কোন বিকল্প নাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here