সভাপতি-চাইলে সাংসদপদ ছেড়ে আইভির-প্রচারণায় নামবো

0
0

আওয়ামী লীগ সভাপতি চাইলে সংসদ সদস্য পদ ছেড়ে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেলিনা হায়াৎ আইভির পক্ষে প্রচারণায় নামবেন বলে জানালেন শামীম ওসমান।শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।নারায়ণগঞ্জে আইভিকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন আওয়ামী লীগের নেতাকর্মীরাÑ উল্লেখ করে তিনি বলেন, সিটি নির্বাচনে সেলিনা হায়াৎ আইভির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে নারায়নগঞ্জ আওয়ামী লীগ।শামীম ওসমান বলেন, শনিবার থেকে ভোটারদের বাড়িবাড়ি গিয়ে আইভির পক্ষে ভোট চাইবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেলিনা হায়াৎ আইভির জয়ের ব্যাপারে আশাবাদী তিনি বলেন, আইভির পক্ষে কাজ করার জন্য প্রয়োজনে সংসদ সদস্য পদ ছেড়ে মাঠে নামবেন।শামীম ওসমান আরো বলেন, ‘আইভি যদি বলেÑ ভাই আপনাকে আমার পাশে দরকার এবং নেত্রী যদি বলে সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি দিয়ে আইভির পক্ষে নির্বাচনী প্রচারণায় নামবো।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগকে দীর্ঘদিন ধরেই নেতৃত্ব দিচ্ছেন শামীম ওসমান। সিটি নির্বাচনের জন্য মহানগর আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থীর জন্য আইভির নাম ছাড়া দলের অন্য ৩ নেতার নাম পাঠানো হয়।তবে কেন্দ্র থেকে শেষপর্যন্ত সেলিনা হায়াৎ আইভিকেই মনোনয়ন দেওয়া হয়। ২০১১ সালে মেয়র নির্বাচনে সেলিনা হায়াৎ আইভির প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান। এদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত আইভী ও বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। মেয়র পদে এই দুই মূল প্রতিদ্বন্দ্বী নারায়ণগঞ্জ নগরের বিভিন্ন স্থানে দিনভর গণসংযোগে ব্যস্ত সময় কাটিয়েছেন।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় অংশ নেন মেয়র পদপ্রার্থী আইভী ও সাখাওয়াত। জেলা প্রশাসক মোহাম্মদ রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।
মতবিনিময় সভায় আইভী বলেন, গত নির্বাচনে আমি সুষ্ঠু নির্বাচনের দাবি করেছিলাম। এবারও সেই দাবি করছি। কারণ অন্যান্য প্রার্থীর চেয়ে এটা আমারই বেশি দরকার। ’নির্বাচনে দাঁড়ানোর প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আমি চাপের মধ্যেই ২০০৩ সালে নির্বাচন করে জয় পেয়েছিলাম। ২০১১ সালেও গণমানুষকে সঙ্গে নিয়ে ভোটে জয়যুক্ত হয়েছিলাম। এবারও জয়ী হব। জনগণ আইভীর পক্ষেই রায় দেবে। আর অস্ত্রধারী কেউ আমার ভাই হলেও যেন তাকে গ্রেপ্তার করা হয়। সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে নৌকার প্রার্থী আরো বলেন, ‘সরকারি দল হিসেবে আমি কোনো সুবিধা নিতে চাই না। আগের নির্বাচনের সময়ও বলেছি যে আমাকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দেওয়া হোক। ভোটের পরিবেশটা এমন করা হোক, যেন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে রায় দিতে পারে। তিনি বলেন, ‘আমি মনে করি প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাখাওয়াত হোসেনের চেয়ে আমার জীবনের ঝুঁকি বেশি। আমি আমার জীবনের নিরাপত্তার জন্যই বলব, নারায়ণগঞ্জ শহরে বহিরাগত কারো কাছে কোনো অবৈধ অস্ত্র থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। বিএনপির মেয়র পদপ্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৭৪টি কেন্দ্রের সবই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৫৩টি অতি ঝুঁকিপূর্ণ। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনের দিকে দেশের মানুষ তাকিয়ে আছে। এ নির্বাচন দেশের মানুষের জন্য একটি মাইলফলক। কিন্তু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে বলে আমি বিশ্বাস করি না। ধানের শীষের প্রার্থী বলেন, নারায়ণগঞ্জে এখনো অবৈধ অস্ত্র উদ্ধার কিংবা সন্ত্রাসী গ্রেপ্তার হয়নি। বৈধ অস্ত্রগুলোও জমা নেওয়া হয়নি। আমি মনে করি এসব অস্ত্র জমা নেওয়া প্রয়োজন। নইলে এসব অস্ত্র দিয়ে লোকজনকে ভয়ভীতি দেখানো হতে পারে। এসব কারণে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ রয়েছে। তবে প্রশাসন ইচ্ছে করলেই পরিস্থিতি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ রাখতে পারে। সাখাওয়াত বলেন,‘সুষ্ঠু ভোটের জন্য সেনা মোতায়েনের প্রয়োজন আছে। ইতিমধ্যে আমি লিখিতভাবেও এ দাবি জানিয়েছি। ’ প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইভীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে তিনি বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে শহরে মিছিল করে যান চলাচল বন্ধ করে দিচ্ছেন। আমার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।

অনিয়ম-অপরাধ বরদাশত করা হবে না : নাসিক নির্বাচনে কোনো ধরনের অনিয়ম ও অপরাধ বরদাশত না করার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী। তিনি বলেন, ব্যালট বাক্স বদলে দেওয়ার কোনো আশঙ্কা নেই। নির্বাচনে এক প্রার্থী সেনা মোতায়েন চাইলে আরেকজন চাচ্ছেন না। সুতরাং কাটাকাটি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় তার সবই করা হবে। কমিশনার জাবেদ আলী আরো বলেন, ‘আমি সবাইকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিচ্ছি। তা ছাড়া প্রতিটি কেন্দ্রে প্রার্থীদের লোক থাকবে, মিডিয়াও থাকবে। আমরা সংবিধান অনুযায়ী কাজ করব। ’কমিশনার বলেন, কেউ ভোটকেন্দ্রে আসতে ভয় পেলে প্রশাসনিক সহায়তা দেওয়া হবে। ভোটাররা যাতে কেন্দ্রে যেতে পারে সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে বলা হয়েছে, তারা ব্যবস্থা নেবে।দিনভর প্রচারণা : বিএনপি ও আওয়ামী লীগের দুই মেয়র পদপ্রার্থী শুক্রবার নগরের বিভিন্ন এলাকায় নেতাকর্মী নিয়ে দিনভর গণসংযোগ করেন। তাঁরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজ নিজ প্রতীকে ভোট কামনা করেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে থেকে সন্ধ্যা পর্যন্ত সিদ্ধিরগঞ্জে প্রচারণা চালান সাখাওয়াত। এদিকে সেলিনা হায়াত অলিগলিতে প্রচারণা চালান। তিনি উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here