পাবনা মেডিকেল কলেজের দুই ছাত্র নিখোঁজ ঃ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ

0
242

পাবনা মেডিকেল কলেজের এমবিবিএস অধ্যায়নরত দুই ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন; রংপুরের কাউনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ সুরুজ্জামানের ছেলে পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৃতীয় বর্ষের ছাত্র জাকির হোসেন ও তার সহপাঠী রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়ার সরকারি কর্মচারী নুরুল আলম সরকারের ছেলে তানভীর আহমেদ তনয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। জানা যায়, গত ১ ডিসেম্বর সকালে রংপুরের কাউনিয়া উপজেলার বাড়ি থেকে ট্রেনে করে পাবনা মেডিকেল ক্যাম্পাসে ফেরার পথে জাকির হোসেন এবং গত ৩০ নভেম্বর সন্ধ্যায় মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে তনয় নিখোঁজ হন এমন তথ্য জানিয়ে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছে কলেজ কর্তৃপক্ষ। তাছাড়া গত ৪ ডিসেম্বরে ছেলের সন্ধান চেয়ে কাউনিয়া থানায়ও একটি সাধারণ ডায়েরি করেছেন জাকিরের বাবা মোহাম্মদ সুরুজ্জামান

পুলিশ সূত্র জানায়, পাবনা মেডিকেলের চতুর্থ বর্ষের ছাত্র তানভীর আহম্মেদ তনয়। সে মেডিকেলের এক নম্বর হোস্টেলের আবাসিক শিক্ষার্থী ছিল। গত ৩০ নভেম্বর বিকেল ৪টার দিকে সে হোস্টেল থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে তার মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যায়। পরদিন তার রুমমেট ও কলেজ কর্তৃপক্ষ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন তনয় গ্রামের বাড়িতেও যায়নি। পরে পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ২০) দায়ের করেন। পাবনা সদর থানার এএসআই জাহাঙ্গীর আলম জানান, থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। পুলিশ তার অবস্থান জানার চেষ্টা করছে। এদিকে যোগাযোগ করা হলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গত ২৪ নভেম্বর বাড়িতে আসেন জাকির। পরে গত ১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় জাকির কাউনিয়া রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেসে করে ক্যাম্পাসে রওনা দেন। গাইবান্ধায় পৌঁছার পর মোবাইল ফোনে পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়। “এরপর থেকে এখন পর্যন্ত তার মোবাইল বন্ধ রয়েছে এবং ক্যাম্পাসেও ফেরেননি বলে অভিযোগ করেছে তার পরিবার।জাকিরের বাবা সুরুজ্জামান বলেন, “থানায় জিডি করার পর ছেলের সন্ধান চেয়ে ৫ ডিসেম্বর র‌্যাব-১৩ রংপুরে লিখিত অভিযোগ করেছি। পুলিশ-র‌্যাব কেউ সন্ধান দিতে পারছে না।পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক রেজা বলেন, “জাকির ও তনয় ক্যাম্পাসে বয়েজ ছাত্রাবাসের পাশাপাশি কক্ষে থাকত। গত ৩০ নভেম্বর ক্যাম্পাস থেকে নিখোঁজ হয় তনয়। “সন্ধান চেয়ে জিডি করা হলেও তাদের সন্ধান মিলছে না। দুই ছাত্র নিখোঁজের বিষয়টি আমাদের সকলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।”পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হাসান বলেন, “জাকির আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক। ভালো ছেলে। তনয় তার ঘনিষ্ঠ বন্ধু।” তনয় তাবলিগ জামায়াতের সঙ্গে জড়িত জানিয়ে তিনি বলেন, “তাদের নিখোঁজের কারণ বুঝতে পারছি না।”

তনয়ের বাবা নুরুল আলম সরকার বলেন, “গত ৬ অক্টোবর ছোট বোনের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার আগের দিন বাড়িতে এসেছিল তনয়। দু’দিন পর সে ফের পাবনায় চলে যায়। “৩০ নভেম্বর তার নিখোঁজের সংবাদ পেয়ে ছুটে যাই। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও ছেলের সন্ধান পাচ্ছি না।”
এদিকে জাকির ও তনয়ের সহপাঠিরা জানান, দু’জনেই (জাকির-তনয়) নিয়মিত পাঁচওয়াক্ত নামাজ পড়তো। তবে তারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত কিনা, বলতে পারি না।’ সংশ্লিষ্ট বিষয়ে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর বলেন, পাবনা মেডিকেলের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে এমন তথ্য পুলিশ জানার পর তদন্ত করে দেখছে। তিনি বলেন, তারা আসলেই নিখোঁজ নাকি কোন জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে স্বেচ্ছায় আত্মগোপন করেছে সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। খুব দ্রুতই নিখোঁজের রহস্য বের হবে বলে তিনি আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here