টেরি ব্রানস্টেডকে চীনের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন ট্রাম্পের

0
265
China Vice President Xi Jinping Iowa Governor Terry Branstad. #thenewscompany #doinikbarta
China Vice President Xi Jinping Iowa Governor Terry Branstad. #thenewscompany #doinikbarta

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার আইওয়ার গভর্ণর টেরি ব্রানস্টেডকে চীনের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন। টেরি বেইজিংয়ের রাজনৈতিক ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত।এদিকে ট্রাম্প এই মনোনয়নের ব্যাপারে ওবামার সঙ্গে শলা-পরামর্শ করেছেন বলে জানা গেছে। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। এর অংশ হিসেবেই তিনি চীনের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে চাইছেন।

গত সপ্তাহে প্রটোকল উপেক্ষা করে তাইওয়ানের নেতার সঙ্গে টেলিফোনে আলাপের পর চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। এ প্রেক্ষাপটে ট্রাম্প চীনের আন্তর্জাতিক মুদ্রা নীতি, অনৈতিক কর আরোপ এবং দক্ষিণ চীন সাগরে সামরিক তৎপরতার তীব্র সমালোচনা করেন।ট্রাম্প বলেন, সরকারি দপ্তরে গভর্ণর ব্রানস্ট্যাডের কয়েক দশকের অভিজ্ঞতা এবং প্রেসিডেন্ট শী জিনপিং ও অন্য চীনা নেতৃবৃন্দের সঙ্গে সম্পর্কের কারণে চীনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তিনিই আদর্শ।’এদিকে ব্রানস্ট্যাডের মনোনয়নের খবর পেয়ে চীন তাকে পুরনো বন্ধু হিসেবে আখ্যায়িত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here