ঝিনাইদহে শৈলকুপায় গভীর রাতে পুলিশের অভিযানে রিভলবার ও চাপাতি উদ্ধার !

0
297

ঝিনাইদহ শৈলকুপায় পরিত্যাক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী রিভলবার ও চাপাতি উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার গভীর রাত উপজেলার মির্জাপুর ইউনিয়নের কানা পুকুরিয়া গ্রামের ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে।

গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার এসআই মনিরুজ্জামান হাজরা ও এসআই ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে অভিযান চালায়। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ের কানাপুকুরিয়া গ্রামের আবুল বিশ্বাসের ছেলে মতিয়ারের বাড়ীর পাশ থেকে দেশীয় তৈরী একটি রিভলবার ও চাপাতি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে ডাকাতি অথবা নাশকতার উদ্দেশ্যে উক্ত স্থানে অস্ত্র নিয়ে বেশ কয়েক জন ওৎ পেতে ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পরিত্যাক্ত অস্ত্র উদ্ধার করে।

ঝিনাইদহ প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here