চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানায় অভিযানে ৫ হুজি সদস্য আটক

0
313

‘জঙ্গি আস্তানায়’ র্যাবের অভিযানে চট্টগ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজির) পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, ১৬৭ রাউন্ড গুলি, সাতটি ম্যাগাজিন, ১২টি (আইইডি) ইমপ্রোভাইজ এক্সক্লুসিভ ডিভাইস, তিনটি চাপাতি, তিনটি ছুরি ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  র্যাব- ৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহম্মেদ বলেন, ‘গ্রেফতার করা পাঁচ হুজি সদস্যকে এখন র্যাবের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে তাদের আকবর শাহ থানায় হস্তান্তর করা হবে ।’ অভিযানে আটক ইহতিশাম আহমেদ, নুরে আলম ও হাফেজ আবুজর গিফারী, নাজিম উদ্দিন ও তাজুল ইসলামকে।

এর আগে বৃহস্পতিবার ভোর থেকে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন কর্নেল হাট এলাকার মুখিনতালুকদার পাড়ায় ওই বাড়িতে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর একটি দল। র্যাব- ৭ এর সদস্যরা এই অভিযানে অংশ নেন।
লে. কর্নেল মিফতা উদ্দিন আহম্মেদ আরও জানান, আটক হুজি সদস্যরা ওই বাসায় ১৫ থেকে ২০ দিন আগে ভাড়াটিয়া হিসেবে উঠেছিল। এ ঘটনার পর বাড়ির মালিক পালিয়ে গেছেন। এদের মধ্যে দুজনকে বুধবার রাতে শহর থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিকে বৃহস্পতিবার ভোরের এ অভিযান চালানো হয়।

ঘটনাস্থলে উপস্থিত র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে বলেন, ‘এ সকল জঙ্গি যারা আছে, কারাগারে আছে, তারা কিন্তু বিভিন্ন সময় আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য কিন্তু কারাগারে গমন করে থাকে। তাদেরও একটা উদ্দেশ্য ছিল, যেকোনো সময় যদি এ রকম কোনো সুযোগ পায়, তাহলে প্রিজনভ্যান যেগুলো আছে, সেগুলোকে আক্রমণ করে, সেখান থেকে তাদের যে শীর্ষ নেতা, যাদের বিভিন্ন ট্রায়াল (বিচার) চলছে, তাদেরকে মুক্ত করা।’ র্যাব-৭ জানায়, জঙ্গি সদস্যরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে ভোররাতে নগরীর এ কে খান রোডের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময়, অস্ত্রসহ দু’জনকে আটক করে র্যাব। পরে, তাদের দেয়া তথ্যানুযায়ী, পাহাড়তলীর উত্তর কর্নেলহাট এলাকার ওই দোতলা বাড়িতে অভিযান চালানো হয়। সকাল থেকে র্যাবের বিপুল সংখ্যক সদস্যরা বাড়িটি ঘিরে রাখে।

র্যাব-৭ এর অধিনায়ক কর্নেল মিফতাহ উদ্দীন আহমেদ জানান, অভিযানে বেশ কয়েকবার বাড়িতে প্রবেশের সময় বোমা হামলার হুমকি দেয় জঙ্গিরা। এসময়, ঘরের ভেতরে থেকেই ল্যাপটপসহ বেশকিছু প্রয়োজনীয় কাগজপত্র পুড়িয়ে ফেলে তারা। অভিযান শেষে বাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, জঙ্গিবাদী বই ও ল্যাপটপ জব্দ করা হয়। অভিযান শেষে র্যাবের মিডিয়া উইং এর প্রধান মুফতি মাহমুদ খান সাংবাদিকদের ব্রিফ করেন।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের ২৩ মার্চ একই এলাকা থেকে অস্ত্র ও বোমাসহ জেএমবির সদস্য এরশাদকে আটক করা হয়।

http://dai.ly/x54ny12

Video Clip : somoynews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here