গণহত্যার শিকারগ্রস্তদের স্মরণ ও মর্যাদাদান এবং গণহত্যা প্রতিরোধের আন্তর্জাতিক দিবস ২০১৬

0
0


আগামীকাল ৯ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩.৪৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার সেমিনার কক্ষে গণহত্যার শিকারগ্রস্তদের স্মরণ ও মর্যাদাদান এবং গণহত্যা প্রতিরোধের আন্তর্জাতিক দিবস ২০১৬ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন অ্যালামনাই এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ‘‘গণহত্যা: কারন, ফলাফল ও প্রতিরোধের উপায় (Genocide: Causes, Consequences and Remedies)’’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি ও গবেষক মফিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর আইন বিভাগের চেয়ারম্যান ড. জুলফিকার আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল হালিম প্রামানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক শাহীনুর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক কাজী আরফান আশিক, দ্যা ডেইলি নিউ এজ এর স্টাফ করস্পন্ডেন্ট সাদিকুর রহমান মিথুন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর সহকারী অধ্যাপক আব্দুল্লাহ শাহনেওয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রভাষক এফ এম তানভীর শাহরিয়ার, চ্যানেল টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার সাদ বিন শফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের রিসার্চ এসোসিয়েট সালমা সোনিয়া, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার নাজমুল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রভাষক অনুরাগ চাকমা, সেভ দ্যা চিলড্রেন এর অফিসার (পার্টনারশীপ) ফখরুল ইসলাম, ফেডারেশনস অব ফিল্ম সোসাইটিজ, বাংলাদেশ এর সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মামুন এবং আই সি আর সি বাংলাদেশ এর একজন প্রতিনিধি, নাট্যজন সেলিম শামসুল হুদা চৌধুরী ।

বৈঠকে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বৈঠক শেষে জাতীয় চিত্রশালা মিলনায়তনে শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা, আলোক প্রজ্জ্বলন ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। সার্বিক আয়োজনে আপনারা সকলে আমন্ত্রিত। উল্লেখ্য দিবসটি উপলক্ষ্যে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে থাকা গণহত্যার স্মৃতি বিজড়িত বধ্যভূমিতে আলোক প্রজ্জ্বলন করা হবে। সেই সঙ্গে বাংলাদেশের সকল জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে দিবসটি পালন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here