শিশুর ওজনের ১০ শতাংশের বেশি ভারী ব্যাগ বহন নয়

0
253

প্রাথমিক স্কুলের শিশুদের ওজনের ১০শতাংশের বেশি ভারী স্কুলব্যাগ বহন নিষেধ করে একটি আইন প্রণয়ন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।রায়ের কপি পাওয়ার ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে আইনসচিব, শিক্ষাসচিবসহ বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশিস রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনাসহ রায় দেন। আদালতে রিট আবেদনকারী তিন আইনজীবী মামুন হাসান চৌধুরী, মো. জিয়াউল হক ও মো. আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজিদ।

অন্তর্বর্তীকালীন এ সময়ের জন্য তদারকি করতে নতুন করে একটি সার্কুলার জারি করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে বলেছেন উচ্চ আদালত। সার্কুলারে মনিটরিং সেল গঠন, শিশুদের ১০ শতাংশের বেশি ওজন বহন করানো হলে শাস্তিমূলক কী ব্যবস্থা থাকবে, তা উল্লেখ করে ওই পরিপত্র জারি করতে বলা হয়েছে। ৩০ দিনের মধ্যে পরিপত্র জারি করতে বলা হয়েছে। সেইসঙ্গে ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন না করতে এবং করাতে বাংলা ও ইংরেজি মাধ্যমের সকল স্কুলে ৩০ দিনের মধ্যে একটি সার্কুলার জারি করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।প্রাথমিকের স্কুল ব্যাগ বহনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে তিন আইনজীবী ২০১৪ সালে একটি রিট করেন। এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়েছিলেন। রুলে প্রাথমিক স্কুলগামী শিশুদের শরীরে ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহনের নিষেধে আইন প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। হাইকোর্ট এ রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেন।

হাই কোর্ট বলেছে, এই নির্দেশনা না মানলে কী শাস্তি বা ব্যবস্থা নেওয়া হবে, তা সার্কুলারে উল্লেখ করতে হবে।পাশাপাশি নির্দেশনা পালনের বিষয়টি পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠনের কথাও সার্কুলারে থাকতে হবে।সুপ্রিম কোর্টের তিন আইনজীবী মাসুদ হোসাইন দোলন, মোহাম্মদ জিয়াউল হক ও আনোয়ারুল করিম স্কুল শিশুদের ব্যাগ বহনে আইন, নীতিমালা বা বিধিমালা চেয়ে গত বছরের আগস্টে এই রিট আবেদন করেন।

ওই বছর ১১ আগস্ট তার শুনানি করে রুল জারি করেন হাই কোর্ট। স্কুল শিশুদের ব্যাগ বহনে আইন, নীতিমালা বা বিধিমালা প্রণয়নে কেন সরকারকে নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে।রায়ের পরে মাসুদ হোসেন দোলন বলেন, আদালত রায়ে বলেছেন, ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন করলে শিশুদের শরীরে ইনজুরি হয়, যেটা সারা জীবন বহন করতে হয়। তাই শিশুর ওজনের ১০ শতাংশের বেশি হয়, এমন ওজনের ব্যাগ বহন নিষিদ্ধ করতে ছয় মাসের মধ্যে সুনির্দিষ্ট আইন প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এ আদেশ বাস্তবায়ন করতে হবে।

দোলন বলেন, প্রতিবেশী ভারতসহ বিভিন্ন দেশে স্কুল শিশুদের ব্যাগ বহনের বিষয়ে আইন রয়েছে। সেসব আইনে বলা হয়েছে, প্রাক প্রাথমিকে শিশুরা ব্যাগ ব্যবহার করবে না এবং প্রাথমিকের শিশুদের ক্ষেত্রে তাদের ১০ শতাংশের বেশি ওজনের ব্যাগ বহন নিষিদ্ধ।অতিরিক্ত ওজনের ব্যাগ বহনের ফলে শিশুরা মেরুদন্ড, কাঁধের ব্যথাসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি নিয়ে বেড়ে উঠছে। এভাবে একটি প্রজন্ম গড়ে উঠছে। ফলে আদালত এই বিষয়টিকে বলেছেন ‘পাবলিক ইনজুরি’।শিশুদের স্কুলব্যাগের ওজন নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে ২০১৪ সালে একটি সার্কুলার জারি করেছিল সরকার। সেই সার্কুলার প্রতিপালন না করায় আদালত হাতাশা ব্যক্ত করেছে বলে মাসুদ হোসেন দোলন জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here