ফাইনালের স্বপ্নে সন্ধ্যায় রাজশাহী কিংসের মুখোমুখি খুলনা টাইটান্স

0
215

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আজ রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা পৌনে ৬ টায়। আজ জিতলেই স্বপ্নের ফাইনাল। এমন সমীকরণ সামনে রেখেই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত সাব্বির-মিরাজ আর মাহমুদউল্লাহরা। গতকাল মঙ্গলবার এলিমিনেটর ম্যাচে তামিম ইকবালের চট্টগ্রাম ভাইকিংসকে ৩ উইকেটে হারিয়েছে ড্যারেন স্যামির রাজশাহী কিংস। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্যারিবীয় অধিনায়কের সামনে আজ আরও বড় পরীক্ষা।

অন্যদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা খুলনা টাইটান্স প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গতকাল ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে ঢাকার বিপক্ষে ৫৪ রানে হারে খুলনা। তবে স্বপ্নের ফাইনালে উঠার আরও একটি সুযোগ পাচ্ছে দলটি। আজ যে দল জিতবে ফাইনালের মঞ্চে আগামী ৯ ডিসেম্বর ঢাকার মুখোমুখি হওয়ার সুযোগ পাবে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here