গ্রাহক সেবাকে উন্নত করতে চেষ্টার কমতি রাখছে না বিশ্বের সবচেয়ে বড় ভিডিও-ভিত্তিক ওয়েবসাইট ইউটিউব। তারই ধারাবাহিকতায় এবার আরও উন্নতমানের ভিডিও সেবা প্রদানের লক্ষ্যে ৪কে লাইভ স্ট্রিমিং সেবা এবং ৩৬০ ডিগ্রী ভিডিও সুবিধা এনেছে জনপ্রিয় এই মাধ্যমটি। তবে যারা এটি উপভোগে ব্যাকুল তাদের ডিভাইসটি অবশ্যই ৪কে সমর্থনযোগ্য হতে হবে।
নতুন এই সেবা সম্পর্কে ব্লগ পোষ্টে ইউটিউবের জেষ্ঠ্য প্রোডাক্ট ম্যানেজার কার্ট উইলমস বলেন, নতুন প্রযুক্তিতে ছবির মান হবে অসাধারণ, অভূতপূর্ব। আর ৩৬০ ডিগ্রী ভিডিও এতটা পরিস্কার হবে যে আপনার মনকে ছুঁয়ে যাবে। ৪কে ভিডিও ৮ মিলিয়ন পিক্সেল প্রদর্শনে সক্ষম এবং একইসাথে ১০৮০ ফরম্যাটে চার গুণ বেশী ছবি ধারন করতে পারে। এছাড়াও ইউটিউবের ৪কে প্রযুক্তি প্রতি সেকেন্ডের জন্য ৬০টি ফ্রেম দেখাতে পারে, ফলে স্বাভাবিকভাবেই ছবি হয় নিঁখুত এবং ঝকঝকে। এর আগে সুন্দর আর প্রাণবন্ত ভিডিও সুবিধার জন্য হাই ডায়নামিক রেঞ্জ ভিডিও নিয়ে আসার ঘোষণা দিয়েছিল ইউটিউব। এই প্রযুক্তি যে কোনো ছবিকে অনেক বেশী প্রানবন্ত করে তুলতে পারে।