রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন ফিলিপাইনকে নয়: অর্থমন্ত্রী

0
0

মুহিত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা তদন্ত প্রতিবেদন ফিলিপাইন সরকারকে দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।রয়টার্সের খবরে দেশটির অর্থমন্ত্রী কার্লোস ডোমিনগুইজ বাংলাদেশের কাছে এ প্রতিবেদন চেয়েছে বলে তথ্য প্রকাশ করা হয়েছে।তবে, এটাকে বাংলাদেশের নিজস্ব বিষয় উল্লেখ করে, ফিলিপাইনকে কোনো প্রতিবেদন দেয়া হবে না জানান অর্থমন্ত্রী।রিজার্ভের চুরির উদ্ধার হওয়া অর্থ নিজেদের বলে ফিলিপাইনের রিজাল ব্যাংক যে দাবি করেছে, অর্থমন্ত্রী তাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন।ফিলিপাইন সুপ্রিম কোর্টে জব্দ করা অর্থও বাংলাদেশ ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা তদন্ত প্রতিবেদন চেয়েছে ফিলিপাইন সরকার। অর্থ উদ্ধারের ব্যাপারে বাংলাদেশের করা প্রতিবেদনকে ফিলিপাইন সরকার গুরুত্বের সঙ্গে দেখবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী কার্লোস ডোমিনগুইজ। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তবে ফিলিপাইন কর্তৃপক্ষকে এ তদন্ত প্রতিবেদন দেয়ার বিষয়টি নাকচ করেন অর্থমন্ত্রী।এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এই বিষয়ে বাংলাদেশের কাছে কোনো তথ্য চাওয়া হয়নি।রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের সার্বিক পরিস্থিতি নিয়ে ফিলিপাইন ফেরত আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে রোববার সচিবালয়ে বৈঠক শেষে করেন অর্থমন্ত্রী। বৈঠক শেষে জানান, চুরি যাওয়া অর্থ উদ্ধারে তিনি শতভাগ আশাবাদী।এই অর্থ নিজেদের বলে দাবি করে ফিলিপাইনের রিজাল ব্যাংক আইনি লড়াইয়ে যেতে চাইলেও এটাকে অযৌক্তিক বলে মনে করেন অর্থমন্ত্রী।

এই অর্থ উদ্ধারে বাংলাদেশ সরকার আপাতত ফিলিপাইনের সরকারের করা মামলাগুলোর দিকেই নজর রাখছে বলে অর্থমন্ত্রী জানান।গত ফেব্র“য়ারিতে চুরি যাওয়া রিজার্ভের এক-পঞ্চমাংশ ফেরত পাওয়ার পর বাকি অর্থ উদ্ধারে ফিলিপিন্সে তৎপরতা চালিয়ে ফিরে এসে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন আনিসুল হক।চলতি বছরের ফেব্র“য়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকে ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নেয় সাইবার অপরাধীরা। এই অর্থ ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের চারটি হিসাবের মাধ্যমে চলে যায় ফিলিপাইনের ক্যাসিনোতে। এই অর্থের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশের হাতে এসেছে দেড় কোটি ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here