ভারত সফরে মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী, সফরসূচি চূড়ান্ত হচ্ছে

0
0

%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3ভারত সফরের জন্য সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফর সূচি এখনো চূড়ান্ত না হলেও এনিয়ে কাজ চলছে বলে জানিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে শেখ হাসিনার সফরের দিনক্ষণ ও কার্যসূচি চূড়ান্ত করতে ঢাকা ও নয়াদিল্লি কাজ করছে। পিটিআই প্রতিবেদনে আরো বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে গণমাধ্যমে নানা ‘কাল্পনিক’ তথ্য আসছে, যেগুলো নাকচ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপকে উদ্ধৃত করে পিটিআই’র প্রতিবেদনে বলা হয়, ‘সব সময়ের মতো বন্ধুত্বের পরিবেশে এসব বিষয়ে আলোচনা চলছে।’বিকাশ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেই আমন্ত্রণ গৃহীত হয়েছে। সফরের তারিখ ও কী কী কর্মসূচি থাকবে সেগুলোসহ বিস্তারিত সফর সূচি ঠিক করতে পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশন এবং ঢাকায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here