বিশ্বব্যাংক বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে নিয়োজিত হতে চায় : ওবায়দুল কাদের

0
0

03-12-16-communication-minister_manik-mia-avenew-11সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিশ্বব্যাংক পুরোদমে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে সাথে নিয়োজিত হতে চায়। আজ রোববার সচিবালয়ে সেতুমন্ত্রী মন্ত্রণালয়ের সভা কক্ষে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা জানান।  বৈঠকে আলোচনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঝিলমিল প্রকল্প পর্যন্ত বাস রেপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে অর্থায়নের বিষয়ে আলোচনা হয়।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক তিন বছর আগে বিমানবন্দর থেকে ঝিলমিল প্রকল্প পর্যন্ত বিআরটি প্রকল্পে অর্থায়নে রাজী হয়েছিলো। কিন্তু মাঝে বিশ্বব্যাংক এ প্রকল্পে আগ্রহ দেখায়নি। এখন তারা বাংলাদেশের কর্মকান্ডে পুরোদমে নিয়োজিত হতে এবং তিন ধাপে প্রকল্পটি বাস্তবায়ন করতে চাচ্ছে। প্রথম ধাপে ২শ’ ৫০ মিলিয়ন ডলারে মহাখালী পর্যন্ত কাজটি করতে চায়। আমরা দ্রুত কাজ শুরু করতে বলেছি। এছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ২শ’ ২৫ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণের প্রস্তাব দিয়েছি। তারা এ বিষয়ে জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছে। জানুয়ারির পর তারা তাদের সিদ্ধান্ত আমাদের জনাবে। এ প্রকল্পটি বাস্তবায়ন করতে ১০ হাজার কোটি টাকা লাগবে। বৈঠকে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের ভারপাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পালংকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here