ডাকাত ধরতে পারলে মেরে ফেলার আহ্বান জানানো চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টিএম মোজাহিদুল ইসলাম আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এমন বিতর্কিত বক্তব্য দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জের এসপিকে তলব করেন হাইকোর্ট। আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জের এসপি আজ সকালে আদালতে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন।
রবিবার (২৭ নভেম্বর) স্বতঃপ্রণোদিত হয়ে ওই এসপিকে তলব করেন বিচারপতি কাজী রেজা উল হক এবং বিচারপতি মোহাম্মাদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ। চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল চত্বরে গত ২৫ নভেম্বর এক অনুষ্ঠানে এসপি মোজাহিদুল বলেন, ‘কোনও ডাকাতকে হাতেনাতে ধরতে পারলে তাকে পিষে মেরে ফেলতে হবে।’
ওই একই সভায় তিনি এলাকাবাসীকে বলেন, ‘যদি ডাকাত হাতেনাতে ধরতে পারেন, এলাকার লোকজনকে মাইকে ডেকে এনে ওকে পিষে মেরে ফেলেন। মাদকের গাড়ি হলে সেটি আগুনে পুড়িয়ে দেন। তার এমন বক্তব্যের জেরেই হাইকোর্ট তাকে তলব করলেন।’