জেলা পরিষদ নির্বাচনের তফসিল কেন অবৈধ নয়: হাইকোর্ট

0
0

supreme-court

জেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল কেন অবৈধ হবে না, জানতে চেয়েছে হাই কোর্ট।একটি রিট আবেদনে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ রোববার এই রুল জারি করে।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। ঢাকা জেলা পরিষদের পক্ষে ছিলেন আইনজীবী নুরে আলম। জেলা পরিষদ আইন ২০০০ ও ২০১৬ (সংশোধিত)-এর তিনটি ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, স্থানীয় সরকার সচিব ও প্রধান নির্বচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।এই রুলের সঙ্গে জেলা পরিষদ নির্বাচন নিয়ে ২০০০ সালে হওয়া রুল শুনানি হবে বলে জানিয়েছে আদালত।বাংলাদেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনের তফসিল নির্বাচন কমিশন ঘোষণা করার পর গত ২৯ নভেম্বর ভোট স্থগিত ও জেলা পরিষদ আইনের তিনটি ধারা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী।তার যুক্তি, সংবিধানের ১১ ও ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে নির্বাচন জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে করতে হয়। কিন্তু জেলা পরিষদ আইনে ৪, ৫ ও ১৭ ধারা অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানরানির্বাচিত হচ্ছেন প্রতিনিধিদের ভোটে, যা সংবিধানের সঙ্গে সাংর্ঘষিক। জেলা পরিষদ আইন অনুযায়ী, প্রতিটি জেলায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ভোটেই জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচিত হবেন।তফসিল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। রুল দিলেও ভোটে কোনো স্থগিতাদেশ আদালত দেয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here